Advertisement
Advertisement

Breaking News

Shakib Al Hasan

দেশের জার্সিতে শীঘ্রই প্রত্যাবর্তন শাকিবের! বড়সড় ইঙ্গিত বিসিবি সভাপতির

দেশের মাটিতে শাকিব শেষ টেস্ট না খেলতে পারায় এদিন হতাশাও প্রকাশ করেছেন বিসিবি প্রেসিডেন্ট।

Shakib Al Hasan set to play for Bangladesh again
Published by: Subhajit Mandal
  • Posted:October 31, 2024 10:01 am
  • Updated:October 31, 2024 2:10 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: নিজের দেশে এখন তাঁর ঢোকার অনুমতি নেই। মিরপুরে শেষ টেস্ট খেলতে পারেননি। বিপিএলেও খেলতে পারবেন না নিরাপত্তার প্রশ্নে। তবে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে শাকিব আল হাসানের কেরিয়ার এখনও শেষ হয়নি। শীঘ্রই দেশের জার্সিতে প্রত্যাবর্তন হতে চলেছে কিংবদন্তি ক্রিকেটারের। সব ঠিক থাকলে আফগানিস্তান সিরিজেই প্রত্যাবর্তন হতে চলেছে শাকিবের। পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজেও খেলতে পারেন তিনি। 

ইচ্ছা ছিল, দেশের মাটিতে শেষ টেস্ট খেলবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেটা শুরু হওয়ার কথা ছিল ২১ অক্টোবর, মিরপুর স্টেডিয়ামে। সেই আবেদন মেনেও নেওয়া হয়েছিল। নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে কথা মোটামুটি পাকাই ছিল। নাম ছিল টেস্ট দলেও। কিন্তু শেষ মুহূর্তে ঢাকাজুড়ে বিক্ষোভের জেরে শাকিব আল হাসান নিজের দেশে ফিরতে পারেননি। ঘটনা যেদিকে এগোচ্ছে, তাতে দেশে ফেরাই অসম্ভব হয়ে উঠছে শাকিবের জন্য। বিপিএলে এবার তাঁর খেলার কথা ছিল চট্টগ্রাম কিংসের হয়ে। জানা যাচ্ছিল, সেখানে বিনামূল্যেই খেলতে পারেন তিনি। সেটাও আর হয়ে উঠছে না। ফলে বাংলাদেশের মাটিতে শেষ শাকিব আল হাসানের অধ্যায়।

Advertisement

তবে দেশের জার্সিতে ফের শীঘ্রই খেলবেন তিনি। সামনেই সংযুক্ত আরব আমিরশাহীতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ। সম্ভবত সেই সিরিজে বাংলাদেশের দলে রাখা হবে শাকিব আল হাসানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট একপ্রকার ঘোষণা করে দিলেন, ওই সিরিজে রাখা হবে শাকিবকে। ফারুখ আহমেদের কথায়, “এখনও দল ঘোষণা হয়নি। তাই ধরে নেওয়া যেতে পারে, ওই সিরিজে শাকিব খেলবেন।” আসলে বাংলাদেশের এই বোর্ডের সঙ্গে শাকিবের সম্পর্ক খুব ভালো। বিসিবি চাইছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যতগুলি সম্ভব ম্যাচ শাকিবকে খেলিয়ে নিতে। সেকারণেই তাঁকে আফগানিস্তান সিরিজে রাখা হবে। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি খেলবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। কারণ ওই সময়ই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ হওয়ার কথা। শাকিব লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলতে পারেন।  

দেশের মাটিতে শাকিব শেষ টেস্ট না খেলতে পারায় এদিন হতাশাও প্রকাশ করেছেন বিসিবি প্রেসিডেন্ট। তাঁর কথায়, “শাকিবের মীরপুর টেস্টে খেলতে না পারাটা পুরোটাই আইনশৃঙ্খলা, সরকার ও শাকিবের মধ্যেকার ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি যাতে শাকিব দেশের মাটিতে অবসর নিতে পারে। ১৭ বছর ধরে ক্রিকেট খেলেছে। শাকিব দেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ও এলে ওকে নিরাপত্তা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতাম আমরা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement