শাহরুখ খান ও ঋষভ পন্থ। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের বাদশা। আবার একই সঙ্গে নাইট রাইডার্স (KKR) দলের মালিক। মাঠে যেমন গম্ভীর ব্রিগেড ব্যাটে-বলে প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দিচ্ছে, তেমনই বাইশ গজের বাইরে সকলের হৃদয় জিতে নিচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বুধবার দিল্লির (DC) বিরুদ্ধে ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ম্যাচ শেষে মাঠে নেমে ভালোবাসার উষ্ণ স্পর্শ ছড়িয়ে দিলেন কিং খান।
বিশাখাপত্তনমে নাইটরা হেলায় হারিয়েছে ঋষভ পন্থের দলকে। সুনীল নারিনের ৩৯ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসের পরই ম্যাচ থেকে প্রায় হারিয়ে যায় দিল্লি। নতুন তারকা অঙ্গকৃষ রঘুবংশীর ২৭ বলে ঝোড়ো ৫৪ রান করে যান। শেষ দিকে আন্দ্রে রাসেল আর রিঙ্কু সিংদের দাপটে ২৭২ রান তোলে নাইটরা। জবাবে ১৬৬ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। ২৫ বলে ৫৫ রানের ইনিংসে অধিনায়ক ঋষভ পন্থ লড়াইয়ের চেষ্টা করেছিলেন।
দিল্লির ব্যাটারের লড়াইয়ের প্রশংসা করতে দেখা যায় শাহরুখ খানকেও। ভেঙ্কটেশ আইয়ারের বলে ‘নো লুক’ ছয় মারেন পন্থ। যা দেখে হাততালি দিয়ে ওঠেন নাইটদের মালিক। ম্যাচ শেষে মাঠে নেমে তিনি জড়িয়ে ধরেন ভারতীয় দলের ব্যাটার-কিপারকে। দুজনের মধ্যে কিছু কথাবার্তাও হয়। তাঁদের আবেগঘন মুহূর্ত সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
Rishabh Pant says hello to selectors with no look shot.
Shah Rukh Khan is in the opposition but he also can’t stop himself from praising.
Pant is the big big positive after Rinku Singh from this match. World Cricket,We are coming to claim the ICC trophypic.twitter.com/5SEDD8GXg9
— Sujeet Suman (@sujeetsuman1991) April 3, 2024
শুধু পন্থ নন, দিল্লির অনেকে ক্রিকেটারের সঙ্গেই কথা বলতে দেখা যায় শাহরুখকে। কুলদীপ যাদব, ইশান্ত শর্মার মতো প্রাক্তন নাইটদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন বলিউড তারকা। কলকাতা দলের নতুন মুখ অঙ্গকৃষ রঘুবংশী ও মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গেও বিশেষ সময় কাটাতে দেখা যায় তাঁকে। পরে দর্শকদেরও ধন্যবাদ জানান। মাঠের পারফরম্যান্সে সমর্থকদের মন জিতে নিচ্ছেন শ্রেয়সরা। আর বাইরে ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন রোম্যান্সের রাজা।
From SRK with love 🤗 ☺️
Signing off from Vizag 🫡#TATAIPL | #DCvKKR | @DelhiCapitals | @KKRiders | @iamsrk pic.twitter.com/XL7HuIEPyL
— IndianPremierLeague (@IPL) April 3, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.