Advertisement
Advertisement
Shah Rukh Khan

‘সবসময় সেরাটা দিয়েও…’, খারাপ পারফরম্যান্সের মধ্যেই নাইটদের বার্তা শাহরুখের

পাঁচ ম্যাচে ৩টি হারে বিধ্বস্ত নাইট শিবির।

Shah Rukh Khan sends heartfelt message to KKR after four-run defeat against LSG
Published by: Subhajit Mandal
  • Posted:April 10, 2025 1:28 pm
  • Updated:April 10, 2025 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচে ৩টি হার। শেষ ম্যাচটাই হারটা মাত্র ৪ রানে। মরিয়া চেষ্টা করেও জেতাতে পারেননি রিঙ্কু সিংরা। সেই সঙ্গে মাঠের বাইরের বিতর্ক তো রয়েছেই। সব মিলিয়ে হতাশ কেকেআর শিবির, বিমর্ষও। সেই বিমর্ষ শিবিরে আশার বাণী শুনিয়ে গেলেন খোদ নাইট কর্ণধার শাহরুখ খান।

লখনউয়ের বিরুদ্ধে হারের পর নাইট মালিক বার্তা পাঠিয়েছেন ক্রিকেটারদের। ড্রেসিংরুমে সেই বার্তা পড়ে শুনিয়েছেন খোদ সিইও ভেঙ্কি মাইসোর। ওই বার্তায় শাহরুখ বলে যান, “এই হারটা আরও বেশি দুঃখ দিচ্ছে। কারণ, আমরা জয়ের খুব কাছে চলে গিয়েছিলাম। তবে এই ম্যাচের অনেক কিছু ইতিবাচক দিকও রয়েছে। আমরা শেষপর্যন্ত লড়ে গিয়েছিলাম। আর বড় রান করেছি।”

Advertisement

এসআরকের বার্তা, “অনেক সময় সেরাটা দিয়েও সাফল্য আসে না। এটা সেরকমই একটা দিন ছিল। এই হারটা সবাই ভুলে যাও। মনে রেখো জয়ের থেকে আমরা শুধু একটা বল, একটা হিট দূরে ছিলাম। আমরা শেষপর্যন্ত লড়াই করে গিয়েছি। তাই সব ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা ভালো খেলছি। পরের ম্যাচের জন্য।”

সচরাচর কিং খানকে দলের হার নিয়ে তেমন হতাশা প্রকাশ করতে দেখা যায় না। বরং তিনি হারের পর দলের তারকাদের মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করেন। এর আগে যারা নাইট শিবিরে খেলেছেন বা অধিনায়কত্ব করছেন, তাঁরা সকলেই জানিয়েছেন, মালিক হিসেবে শাহরুখ খুব সাপোর্টিভ। সবসময় দলের পাশে থাকেন। এবারের মরশুম শুরুটাও ভালো হয়নি। এই পরিস্থিতিতে ফের দলের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন শাহরুখ। এসআরকের ওই শুভেচ্ছাবার্তা রাহানেদের চাঙ্গা করবে, চেন্নাই ম্যাচের আগে তেমনটাই আশা কেকেআর শিবিরের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement