Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

পতি পরমেশ্বর! জন্মদিনে ধোনির পা ছুঁয়ে প্রণাম সাক্ষীর, ভাইরাল ভিডিও

জন্মদিনের সেলিব্রেশনে সলমনকে কেক খাওয়ালেন ধোনি।

Sakshi Touches MS Dhoni's feet during his birthday celebration
Published by: Arpan Das
  • Posted:July 7, 2024 12:33 pm
  • Updated:July 7, 2024 12:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৩-এ পা দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। যাঁর হাত ধরে একের পর এক ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। ঘরে এসেছে টি-টোয়েন্টি ও একদিনের বিশ্বকাপ। আর জন্মদিনের উৎসবে চমকে দিলেন ধোনির স্ত্রী সাক্ষী (Sakshi Dhoni)।

এদিন মাঝরাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানের জন্য এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন ধোনি-সাক্ষী। যদিও জন্মদিনের অনুষ্ঠান হল সলমন খানের (Salman Khan) গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। ‘হ্যাপি বার্থডে’ ধ্বনির সঙ্গে কেক কেটে স্ত্রী সাক্ষীকে খাইয়ে দেন থালা। একে-অপরকে কেক মাখিয়ে খুনসুটিতেও মেতে ওঠেন দুজনে।

Advertisement

[আরও পড়ুন: ঘরের মাঠে প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ, ফের বড় জয়ের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল]

তার পরই আচমকা ধোনির পা ছুঁয়ে প্রণাম করেন সাক্ষী। প্রথমে চমকে গেলেও পরে হাত তুলে আশীর্বাদের ভঙ্গি করেন ধোনি। এই মুহূর্তটি সোশাল মিডিয়ায় সাক্ষী পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। হাসিঠাট্টার মধ্যেই ধোনি প্রশ্ন করেন ‘কেকটা কি এগলেস?’ সেখানে উপস্থিত ছিলেন ‘ভাইজান’ সলমন খানও। প্রথমে ক্যামেরার সামনে আসতে চাইছিলেন তিনি। পরে সলমনও সামিল হন জন্মদিনের উৎসবে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘হ্যাপি বার্থডে কাপ্তান’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Singh (@sakshisingh_r)

কদিন আগেই ১৪তম বিবাহবার্ষিকী গিয়েছে ধোনি-সাক্ষীর। সেদিনও কেক কেটেছিলেন দুজনে। ঘটনাচক্রে ওইদিনই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুম্বইয়ে ফিরেছিল টিম ইন্ডিয়া। ২০০৭-এ ধোনির নেতৃত্বে প্রথমবার এই ট্রফি এসেছিল দেশে। ২০১১-এ জিতেছিলেন ওয়ানডে বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে সিএসকে-র হয়ে এখনও খেলছেন মাহি। তারাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে থালাকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

[আরও পড়ুন: উইম্বলডনে অঘটন, ছিটকে গেলেন শীর্ষবাছাই ইগা, বিদায় বোপান্না-ভামব্রিদেরও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement