ধোনি ও সাক্ষী। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে সবাইকে চমকে দিয়েই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
সেই সময়ে গোটা দেশের প্রশ্ন ছিল, কেন এত তাড়াতাড়ি টেস্ট ফরম্যাট থেকে সরে গেলেন মাহি?
প্রায় দশ বছর পরে সেই ইতিহাস জানা গেল। তার পিছনে রয়েছে ধোনির স্ত্রী সাক্ষীর একটি পুরনো ভিডিও। যা ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেখানেই জানা গিয়েছে টেস্ট থেকে ধোনির অবসর নেওয়ার আসল কারণ।
২০১৫ বিশ্বকাপের সময়ে ধোনি-সাক্ষীর সংসারে আসে জিভা। সেই সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ চলছিল। ধোনি সেই সময়ে দেশে ফিরে আসেননি। তিনি থেকে যান দলের সঙ্গে।
এদিকে সন্তান হওয়ার সময়ে ধোনি না থাকায় অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছিল সাক্ষীকে। সেই সব গঞ্জনাকে উড়িয়ে দিয়েছিলেন ধোনির স্ত্রী। সেই ঘটনা প্রসঙ্গে সাক্ষী বলেন, ”ধোনি যে টেস্ট থেকে অবসর নেবে তা আমরা আগেই থেকেই জানতাম। ধোনি আমাকে ইঙ্গিত দিয়েছিল। মনে পড়ছে আমি ওকে বলতাম, বাবা হতে চাইলে তোমাকে একটা ফরম্যাট থেকে সরে দাঁড়াতে হবে। নাহলে সন্তানকে সময় দিতে পারবে না।”
জিভা ভূমিষ্ঠ হওয়ার সময়ে সাক্ষীর থেকে বহু দূরে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সাক্ষীকে বলতে শোনা গিয়েছে, ”হাসপাতালে অনেকেই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তোমার স্বামী আসেনি? আমি ওঁদের বলেছিলাম, এটা কোনও ব্যাপারই নয়। ক্রিকেট সবসময়ে ধোনির কাছে অগ্রাধিকার পায়। আর আমার কাছে ধোনি সবার আগে। তাই ও যে বিষয়কে গুরুত্ব দেয়, আমার কাছেও তা সমান গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে বলেছিলেন, ধোনির স্ত্রী হওয়ায় অনেক কিছু আমাকে ত্যাগ করতে হয়েছে। আমি সেই সব মন্তব্যকে গুরুত্ব দিইনি। এটা ভালোবাসা। একে আত্মত্যাগ বলা যায় না।”
টেস্ট ফরম্যাট থেকে আচম্বিতে অবসরের কারণ নিয়ে গোটা দেশ একসময়ে কৌতূহলী ছিল। সাক্ষীর এই ভিডিও নিশ্চয় সেই ধোঁয়াশা দূর করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.