সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রস্তুতি না নিয়েই কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমে পড়েছিল ভারত? লজ্জার চুনকামের পরে প্রশ্ন তুললেন শচীন তেণ্ডুলকর। ক্রিকেটের ঈশ্বর সাফ জানিয়েছেন, ঘরের মাঠে ৩-০ হার হজম করা মোটেই সহজ নয়। এবার সময় এসেছে, আত্মসমালোচনা করতে হবে গোটা ভারতীয় দলকে। তবে শুভমান গিল-ঋষভ পন্থদের প্রশংসা করতে ভোলেননি মাস্টার ব্লাস্টার।
মুম্বইয়ে বিশ্বজয়ের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। ২৪ বছর পরে ঘরের মাঠে চুনকাম হতে হয়েছে রোহিত শর্মাদের। উল্লেখ্য, ঘরের মাঠে ভারত যেবার শেষ চুনকাম হয়েছিল তখন মেন ইন ব্লুর অধিনায়ক ছিলেন শচীনই। তবে ২৪ বছর পরে ঘরের মাঠে ভারতের এমন দুর্দশা মানতে পারছেন না তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে হতাশা উগরে দিয়েছেন ক্রিকেটের ঈশ্বর।
ভারত হারতেই শচীনের প্রশ্ন, “ঘরের মাঠে ৩-০ হার হজম করা খুবই কঠিন। এ বার আত্মসমালোচনা করতেই হবে। কিন্তু কেন এভাবে হারতে হল ভারতকে? যথেষ্ট প্রস্তুতি ছিল না? ম্যাচ প্র্যাকটিস হয়নি? নাকি খারাপ শট খেলেই উইকেট ছুড়ে দিলেন ব্যাটাররা? প্রশ্ন তুলতে হবে।” তবে মুম্বই টেস্টে ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিং এবং শুভমান গিলের ক্রিজে টিকে থাকার প্রশংসা করেছেন শচীন। ৩-০ জেতার পরে কুর্নিশ জানিয়েছেন নিউজিল্যান্ডকেও।
Losing 3-0 at home is a tough pill to swallow, and it calls for introspection.
Was it lack of preparation, was it poor shot selection, or was it lack of match practice? @ShubmanGill showed resilience in the first innings, and @RishabhPant17 was brilliant in both innings— his… pic.twitter.com/8f1WifI5Hd— Sachin Tendulkar (@sachin_rt) November 3, 2024
শচীন ছাড়াও ভারতীয় দলকে তোপ দেগেছেন বীরেন্দ্র শেহওয়াগ এবং যুবরাজ সিং। শেহওয়াগের মতে, টেস্ট ক্রিকেটে অহেতুক পরীক্ষা-নিরীক্ষা করার দরকার নেই। অস্ট্রেলিয়ায় বড় পরীক্ষার মধ্যে পড়তে হবে রোহিতদের, তাই ঘুরে দাঁড়ানো দরকার, এমনটাই বার্তা দিয়েছেন যুবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.