Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

নতুন হেয়ারস্টাইলে IPL ভাগ্য বদলানোর অভিযানে ‘কিং’ কোহলি! কেমন হল নয়া লুক?

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরই চুলের স্টাইল বদলালেন কোহলি।

Royal Challengers Bengaluru star Virat Kohli reveals his new hairstyle ahead of IPL 2025

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:March 14, 2025 1:07 pm
  • Updated:March 14, 2025 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরু হতে আর দিন কয়েক বাকি। তার আগে নয়া অবতারে বিরাট কোহলি। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই নতুন হেয়ার স্টাইলে হাজির বিরাট। সোশাল মিডিয়ায় ভাইরাল তাঁর ভোলবদলের ছবি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় তারকার রান ২১৮। গড় ৫৪.৫। পাকিস্তানের বিরুদ্ধে একটি সেঞ্চুরি ছাড়াও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করেন। এই টুর্নামেন্টেই ১৪০০০ ওয়ানডে রান পূরণ করেছেন তিনি। আইসিসি-র সেরা একাদশেও আছেন কোহলি।

Advertisement

২২ মার্চ থেকে শুরু আইপিএল। নজর এখন সেদিকেই। প্রথম ম্যাচেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলি যদিও এখন আর আরসিবি-র অধিনায়ক নন। ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাবেন রজত পাতিদার। দুয়েক দিনের মধ্যেই আরসিবি-র প্রস্তুতি শিবিরে যোগ দেবেন কোহলি। আর সেখানে নতুন ‘লুক’-এ দেখা যাবে তাঁকে। আইপিএলে কেকেআরের বিরুদ্ধে ম্যাচেই প্রথম মাঠে নতুন চুলের স্টাইল দেখা যাবে।

হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম কোহলির নতুন লুকের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গে কোহলিকে ‘GOAT’ বা সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় সব ট্রফি জেতা হয়ে গেলেও, এখনও আইপিএল জেতা হয়নি কোহলির। নতুন চুলের স্টাইলে কি আইপিএল ভাগ্য বদলাবে তাঁর?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aalim Hakim (@aalimhakim)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement