ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। যদিও এখনও তিনি ওয়ানডে আর টেস্টদলের অধিনায়ক। সামনেই একের পর এক টুর্নামেন্ট। বাংলাদেশ-নিউজিল্যান্ডের পর বছর শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে টিম ইন্ডিয়া। আপাতত রোহিতের ভাবনায় ঘুরছে সেই পরিকল্পনা। অবসরের কথা মাথাতেও আনছেন না তিনি।
শুধু টেস্ট সিরিজ নয়, সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সেখানে যে রোহিতই নেতৃত্ব দেবেন, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন জয় শাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেদিকেও নজর থাকবে হিটম্যানের। কারণ, জয়ের খিদেই তাঁকে আরও ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ করে। সম্প্রতি রোহিত বলেছেন, “আমি পাঁচটা আইপিএল ট্রফি জিতেছি, তার একটা কারণ আছে। যখন আপনি জয়ের স্বাদ পাবেন, ট্রফি জিততে থাকবেন, তখন থামতে চাইবেন না। আমি এখনই থামব না।”
তবে এটা তাঁর একার কথা নয়, গোটা দলকেও তিনি একইভাবে উৎসাহিত করছেন। সামনে যে সিরিজই আসুক না কেন, সেখানে জয়ের জন্যই ঝাঁপাবে টিম ইন্ডিয়া। রোহিত জানান, “দল হিসেবে আমরা আরও উন্নতির চেষ্টা করছি। ভবিষ্যতে আরও জয়ের খিদে আনতে চাই। সামনে কয়েকটি কঠিন সফর আছে। ফলে আমাদের কাছে এই খিদেটা কখনই থামবে না। সাফল্য পেলে আপনি চাইবেন আরও বেশি কিছু পেতে। আমি সেটাই করছি। আমার দৃঢ় বিশ্বাস, আমার সতীর্থরাও ঠিক একইভাবে ভাবনাচিন্তা করে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় নতুন আশা এনে দিয়েছে সমর্থকদের মধ্যে। রোহিতও সেটাকে সামনে রেখে আরও সাফল্য চাইছেন। তাঁর বক্তব্য, “গত দুবছরে ভারতীয় ক্রিকেটকে আমি যেভাবে দেখছি, তা আশা জাগিয়েছি। সামনের কয়েকবছর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে আমরা ক্রিকেট মাঠে আনন্দ করার পাশাপাশি নিজেদের সেরাটা দিতে চাই।” ক্রিকেটভক্তরাও ঠিক সেটাই চাইছেন ভারতীয় দলের থেকে।
The hustle never ends! 🔥🏆#TeamIndia captain #RohitSharma expresses his unwavering determination as the Men in Blue, driven by passion and ambition, strive for more victories in the tough days ahead! 🙌🏻
Catch the full episode of the CEAT Cricket Awards on the YouTube channel. pic.twitter.com/YN9JmsTpMA
— Star Sports (@StarSportsIndia) September 3, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.