ছবি: সংগৃহীত।
দেবাশিস সেন, অ্যাডিলেড: অ্যাডিলেডে ওপেন করবেন কে এল রাহুলই। যাবতীয় জল্পনায় ইতি টেনে ঘোষণা করে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এতদিন বাদে মিডল অর্ডারে খেলা তাঁর পক্ষে কঠিন সিদ্ধান্ত, মেনে নিয়েও ভারত অধিনায়ক বললেন, “দলের স্বার্থে সিদ্ধান্তটা নিতেই হত।”
দিনরাতের টেস্টের ২৪ ঘণ্টা আগে ভারত অধিনায়ক বলে গেলেন, “অ্যাডিলেডে রাহুলই ওপেন করবে। আমি মিডল অর্ডারে কোথাও খেলব।” রোহিত মেনেছেন, মিডল অর্ডারে খেলাটা তাঁর পক্ষে চ্যালেঞ্জ। কিন্তু এক্ষেত্রে দলের স্বার্থ প্রাধান্য পাচ্ছে তাঁর কাছে। আর এই মুহূর্তে ফর্মের বিচারে ওপেনিং স্লট রাহুলেরই প্রাপ্য। ভারত অধিনায়ক এদিন বললেন, “রাহুল যেভাবে জয়সওয়ালের সঙ্গে প্রথম টেস্টে ওপেন করেছে, সেটা আমাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাছাড়া ভারতের বাইরে রাহুল এতদিন যেভাবে ব্যাট করে এসেছে তাতে ওঁরই এটা প্রাপ্য। আমি মিডল অর্ডারে ব্যাট করব। আমার জন্য ব্যক্তিগতভাবে মিডল অর্ডারে খেলা সহজ হবে না। কিন্তু দলের স্বার্থে এটা খুব সহজ সিদ্ধান্ত।”
পারথে বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি রোহিত। ভারত যে টেস্ট ২৯৫ রানে জেতে। তার চেয়েও বড় কথা, পারথে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কেএল রাহুল যান ওপেন করতে। এবং দ্বিতীয় ইনিংসে দু’জন মিলে ২০১ রানের জুটি গড়েন। তাই নয়, প্রথম ইনিংসে ২৬ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়ার আগেও বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। দীর্ঘদিন বাদে পারথ টেস্টে ওপেন করার সুযোগ পেয়েছিলেন রাহুল। তাতে তিনি এতটাই নজর কেড়েছেন যে অ্যাডিলেড টেস্টে তাঁকেই ফের ওপেনার হিসাবে খেলানোর দাবি উঠছিল। রোহিত শর্মাও সেটা মেনে নিলেন।
এর বাইরে অন্য খবর বলতে, শুক্রবার দিনরাতের টেস্টে সম্ভবত ফিরছেন রবিচন্দ্রন অশ্বিন। পারথে যাকে জায়গা খোয়াতে হয়েছিল তরুণ ওয়াশিংটন সুন্দরের কাছে। রোহিত এ নিয়ে কিছু না বললেও ভারতীয় দলের অনুশীলনে সেই ইঙ্গিত মিলেছে। অনুশীলনে অজি পেসারদের মোকাবিলার জন্য আলাদা করে ব্যাটিং প্র্যাকটিস করেছেন অশ্বিন। তাঁকে নিয়ে আলাদা করে ক্লাস করিয়েছেন কোচ গম্ভীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.