সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীপ ট্রফিতে এবার চাঁদের হাট। শুভমান গিল, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়ালদের অন্তর্ভুক্তিতে জৌলুস বেড়েছে ঐতিহ্যশালী টুর্নামেন্টের। তাতে চারটি দলের প্রত্যেকেই প্রথম ম্যাচ খেলে ফেলেছে। আর সেখানে নিজদের মধ্যে খুনসুটির গল্পও উঠে আসছে। যেমন দেখা গেল ঋষভ পন্থ ও কুলদীপ যাদবের মধ্যে।
ইন্ডিয়া বি দলের হয়ে খেলছেন ঋষভ পন্থ। উইকেটের পিছন থেকে তাঁর কথাবার্তা এমনিতেই জনপ্রিয় ক্রিকেটমহলে। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিং ছাড়া কথা দিয়েও নাস্তানাবুদ করেছিলেন প্রতিপক্ষকে। সেটারই ফের ঝলক দেখা গেল দলীপ ট্রফিতে। চতুর্থ দিনে ফিল্ডিং করছিল অভিমন্যু ঈশ্বরণের বি দল। উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছিলেন পন্থ। এ দলের হয়ে ব্যাট করছিলেন ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব।
এ দলের অবস্থা তখন শোচনীয়। ১৪৭ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল। সাই কিশোরের স্পিনের সামনে ব্যাট করছিলেন কুলদীপ। হঠাৎই পন্থ বলে ওঠেন, “সবাই আগে আসো। ও সিঙ্গেল নেবে।” উত্তরে কুলদীপ বলেন, “না, আমি সিঙ্গেল নেব না।” সঙ্গে সঙ্গে পন্থের জবাব, “মায়ের দিব্যি কর যে সিঙ্গেল নিবি না।” পন্থের কথা শুনে হেসে ফেলেন দিল্লি ক্যাপিটালস দলে তাঁর সতীর্থ কুলদীপও।
তাঁর কাণ্ড অবশ্য এখানেই শেষ হচ্ছে না। গোয়েন্দার মতো বিপক্ষ দলের মিটিংয়েও ঢুকে পড়েছিলেন। ম্যাচেও দাপট ছিল পন্থের। দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তাঁর রানের সুবাদে ১৮৪ করে বি দল। পরে ৭৬ রানে ম্যাচও জিতে নেন তাঁরা। গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল পন্থের। বাংলাদেশ সিরিজের আগে তাঁর পারফরম্যান্স ভরসা জোগাবে টিম ইন্ডিয়াকে।
Rishabh Pant – sab aage aao, ye single lega (everyone come close, he’ll take the single).
Kuldeep Yadav – main nahi luga (I won’t take the single).
Pant – Maa Kasam khale nahi lega (take mom’s swear then). pic.twitter.com/Pmn6h55qxw
— Faiz Fazel (@theFaizFazel) September 8, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.