ঋষভ পন্থ। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ৩০ ডিসেম্বরের রাতটা ভাবলে আজও কেঁপে ওঠে ঋষভ পন্থের বুক। মৃত্যুর হাত থেকে কোনওক্রমে বেঁচে ফিরেছিলেন তিনি। দীর্ঘদিন হাসপাতালে কাটিয়েছেন। রিহ্যাব করে ধীরে ধীরে ফিরেছেন ছন্দে। তারপর অনুরাগীদের প্রার্থনা আর শুভ কামনায় রাজকীয় ছন্দেই জাতীয় দলে প্রত্যাবর্তন। এহেন কামব্যাক বিশ্ব ক্রিকেটে দৃষ্টান্ত। আগামীর অনুপ্রেরণা। আর সেই সৌজন্যেই এবার বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হলেন পন্থ।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২৫-এ ‘কামব্যাক অফ দ্য ইয়ার’ বিভাগে মনোনীত হয়েছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মানীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে তাঁর নাম। এর আগে এই পুরস্কার জিতেছেন শচীন তেণ্ডুলকর। ২০১১ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট সমর্থকদের ভোটে লরিয়াস স্পোর্টিং মোমেন্ট পুরস্কার পেয়েছিলেন তিনি।
এবার প্রত্যাবর্তন করা বর্ষসেরা ক্রিকেটারের বিভাগে পন্থের সঙ্গে মনোনীত হয়েছে ব্রাজিলের জিমনাস্ট রেবেকা আন্দ্রাদে, মার্কিন সাঁতারু সি ড্রেসেল, সুইস স্কি রেসার লারা গুট-বেরামি, স্প্যানিস মোটরসাইকেল রেসার মার্ক মারকুয়েজ এবং অজি সাঁতারু এ টিটমুশেভ। সেরার শিরোপা কে পাবেন, তা জানা যাবে আগামী ১ এপ্রিল।
A well-deserved Laureus nomination for @RishabhPant17
#rishabhpant #laureus #bharatarmy #coti
#teamindia pic.twitter.com/RzesB70mry
— The Bharat Army (@thebharatarmy) March 3, 2025
দুর্ঘটনার বিভীষিকা কাটিয়ে ২০ মাসেরও বেশি সময় পর টেস্টের ২২ গজে নেমে সেঞ্চুরি হাঁকান পন্থ। গত বছর দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান যায় তাঁর ঝুলিতে। আবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও একাধিক ম্যাচে নজকাড়া পারফরম্যান্স করেন পন্থ। এবার এমন অনবদ্য প্রত্যাবর্তন সেরার সম্মান জিতে নেয় কি না, তারই প্রহর গুনছেন অনুরাগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.