Advertisement
Advertisement
Delhi Premier League

পন্থ-হর্ষিতদের নিয়ে রাজধানীতে শুরু হতে চলেছে দিল্লি প্রিমিয়ার লিগ, ব্র্যান্ড অ্যাম্বাসাডর শেহওয়াগ

কবে থেকে শুরু হবে এই টুর্নামেন্ট?

Rishabh Pant and Harshit Rana to participate in first edition of Delhi Premier League
Published by: Arpan Das
  • Posted:August 3, 2024 7:26 pm
  • Updated:August 3, 2024 7:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের জনপ্রিয়তা প্রশ্নাতীত। দেশের একাধিক রাজ্যেও সেই ধাঁচে শুরু হয়েছে টুর্নামেন্ট। বাংলাতেও চালু হয়েছে বেঙ্গল প্রো টি-২০। এবার পালা দিল্লির। সেখানে চালু হতে চলেছে দিল্লি প্রিমিয়ার লিগ (Delhi Premier League)।

যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে দেশের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগকে। ইতিমধ্যেই ক্রিকেটারদের ড্রাফটিংও হয়ে গিয়েছে। যার মূল আকর্ষণ ছিলেন ঋষভ পন্থ, ইশান্ত শর্মার মতো তারকারা। সেখানে সুযোগ পেয়েছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফর্ম করা হর্ষিত রানা।

Advertisement

[আরও পড়ুন: বল করতে হবে ব্যাটারদেরও! গম্ভীর যুগে টিম ইন্ডিয়ার অস্ত্র নতুন ‘চমক’]

দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার (DDCA) অধীনে এই লিগে ড্রাফটিং করা হয়েছে দিল্লির ২৭০ জন ক্রিকেটারকে। পুরুষদের ছটি দলের পাশাপাশি মেয়েদের চারটি দলও খেলবে এই লিগে। যেখানে ঋষভ পন্থকে দেখা যাবে পুরানি দিল্লি সিক্স দলের হয়ে খেলতে। এই দলে আছেন ইশান্ত শর্মাও। হর্ষিত রানা ও সুযশ শর্যা খেলবেন নর্থ দিল্লি স্ট্রাইকার্সে। এছাড়াও যশ ঢুলও সুযোগ পেয়েছেন সেন্ট্রাল দিল্লি কিংসে।

অন্যদিকে ওয়েস্ট দিল্লি দলে আছেন নভদীপ সাইনি। মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ তুর্কি ঋত্বিক শোকিনও আছেন এই দলে। ইস্ট দিল্লি রাইডার্স দলে আছেন অনুজ রাওয়াত। ১৭ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চলতি বছরের টুর্নামেন্ট। মোট ৪০টি ম্যাচের সবকটিই হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

[আরও পড়ুন: আতঙ্কের অলিম্পিক! মিউনিখে জঙ্গি হানায় প্রাণ হারান ১১ অ্যাথলিট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement