ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে সুযোগ পেতে হলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে। এই নিয়ে দীর্ঘদিন ধরেই রীতিমতো কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। শ্রেয়স আইয়ার, ঈশান কিষানদের নিয়ে একপ্রস্থ জলঘোলাও হয়েছে। এবার সত্যিই দেশের ক্রিকেট তারকাদের দেখা যাবে ঘরোয়া ক্রিকেটে। সূত্রের খবর অনুযায়ী, বিরাট কোহলি, রোহিত শর্মাদেরও দেখা যেতে পারে দলীপ ট্রফিতে।
আগামী কয়েক মাসে ১০টি টেস্ট খেলতে হবে ভারতকে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ছাড়াও রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট ম্যাচ। এবং বছরের শেষে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, তার আগে দলীপ ট্রফিতে খেলবেন রোহিত-বিরাটরা।
তবে শুধু এই দুই তারকা নন। দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারকেই। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল, কুলদীপ যাদবরাও নামবেন এই টুর্নামেন্টে। এবার আঞ্চলিক বিভাগের পরিবর্তে ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি, ইন্ডিয়া ডি এবং ইন্ডিয়া ডি, এই চারটি দল খেলবে দলীপ ট্রফিতে। যদিও বিরাট-রোহিতরা কোন ম্যাচে নামবেন, সেটা এখনও জানা যায়নি।
তবে জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় দলের প্রধান বোলার তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু আইপিএল থেকে টানা ক্রিকেট খেলতে হয়েছে তাঁকে। ফলে আগামী সিরিজে যাতে তরতাজা হয়ে নামতে পারেন, সেই জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে। অন্যদিকে দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকেও। এর আগে ঘরোয়া ক্রিকেটে তাঁদের না খেলা নিয়ে বিতর্ক হয়েছিল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট। ২৪ সেপ্টেম্বরের মধ্যে ছটি ম্যাচ শেষ হবে। বাংলাদেশ সিরিজ শুরু ১৯ সেপ্টেম্বর। সেক্ষেত্রে যে দলই ফাইনালে উঠুক না কেন, বাংলাদেশের সিরিজে দলে থাকা ভারতীয় তারকাদের সেই ম্যাচে খেলতে দেখা যাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.