Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma and Virat Kohli

সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই! রোহিত-বিরাটকে নিয়ে কী ভাবছে ‘অখুশি’ বোর্ড?

বিরাট মুখ না খুললেও রোহিত শর্মা জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন না।

Report says BCCI will take decision on right time on Rohit Sharma and Virat Kohli retirement

ব্যর্থ রোহিত-বিরাট। ছবি: দেবাশিস সেন।

Published by: Arpan Das
  • Posted:January 6, 2025 7:42 pm
  • Updated:January 6, 2025 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে দুরবস্থার পর কি টেস্ট থেকে অবসর নেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি? আলোচনা তুঙ্গে। কোহলি এই নিয়ে এখনও মুখ খোলেননি। অন্যদিকে রোহিত শর্মা দৃঢ় স্বরেই জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন না। কিন্তু বিসিসিআই কি ভাবছে তাঁদের নিয়ে?

একে তো দশবছর পর হাতছাড়া হয়েছে বর্ডার গাভাসকর ট্রফি। তার উপর রোহিত-বিরাটের ফর্ম নিয়েও চূড়ান্ত অস্বস্তি। রোহিত তিন টেস্টে করেছেন মাত্র ৩১ রান। গড় ৬.১। নেতৃত্বও দিশাহীন। ভারত অধিনায়কের জন্য দুঃস্বপ্নের মতো কেটেছে এই সফর। অন্যদিকে পারথে একটি সেঞ্চুরি ছাড়া বিরাটের ফর্ম বলার মতো নয়। আটবার অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে ফিরেছেন। ২৩.৭৫ গড়ে করেছেন ১৯০ রান। একটি সূত্রের মতে, “কর্মকর্তারা এই হার নিয়ে প্রচণ্ড অখুশি। দল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্রিকেটাররা ঘরে ফিরলেই আমরা এই হার নিয়ে তদন্ত করব।”

Advertisement

সেই রিপোর্টে আরও বলা হয়, ম্যাচের পর যখন গাভাসকর ও ইরফান পাঠান দলের হার নিয়ে কাটাছেঁড়া করছিলেন, বিসিসিআইয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সবই শুনেছেন। আর রোহিত শর্মা ও বিরাট কোহলি? তাঁদের নিয়ে কী ভাবছে বিসিসিআই? ওই সূত্রের মতে, “দুই ক্রিকেটারই টেস্ট থেকে নিজেদের অবসর নিয়ে কিছু জানায়নি। বিসিসিআই-ও ওঁদেরকে অবসর নিয়ে কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু দলের ভালোর জন্য কিছু একটা পদক্ষেপ তো নিতেই হবে।”

কী সেই পদক্ষেপ সেটা অবশয় খোলসা করে বলা হয়নি। তবে বলা হয়েছে, “যখন সময় আসবে, তখন নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নেবেন।” ওই সূত্রের মতে, বিসিসিআইয়ের সম্ভাব্য সচিব দেবজিৎ সাইকিয়া ও সম্ভাব্য কোষাধ্যক্ষ প্রভতেজ ভাটিয়াও বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement