Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত অধিনায়ক কে? ‘আদর্শ নেতা’ খুঁজে পেল বোর্ড!

অজি সফরে ব্যর্থতার পর প্রশ্ন ওঠে, রোহিত শর্মা আর ভারতীয় দলের অধিনায়ক থাকবেন কিনা?

Report says BCCI feels that Rohit Sharma is the right candidate to lead the side Test series in England
Published by: Arpan Das
  • Posted:March 15, 2025 9:49 am
  • Updated:March 15, 2025 9:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেও প্রশ্নচিহ্ন ছিল, রোহিত শর্মা আর ভারতীয় দলের অধিনায়ক থাকবেন কিনা? কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয় যেন সমস্ত হিসেবনিকেশ বদলে দিয়েছে। রোহিত নিজেও জানিয়ে দিয়েছেন, তিনি অবসর নিচ্ছেন না। সেই সঙ্গে সূত্রের খবর, টেস্টে রোহিতকেই অধিনায়ক রেখে দেওয়ার কথা ভাবছে বোর্ড।

অস্ট্রেলিয়া সিরিজে ৩-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। একেবারেই ফর্মে ছিলেন না রোহিত। তার মধ্যে সিডনি টেস্ট না খেলায় জল্পনা আরও বাড়ে। তারপরই জল্পনা ছড়ায় রোহিতের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করছে বোর্ড। এমনকী ইংল্যান্ড সিরিজে তাঁকে নিয়ে যাওয়া হবে কিনা, সেটা নিয়েও চর্চা শুরু হয়। নতুন অধিনায়ক হিসেবে উঠে আসে জশপ্রীত বুমরাহর নাম।

Advertisement

তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর যেন সব অঙ্ক বদলে গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতই অধিনায়ক থাকছেন। বিসিসিআইয়ের এক সূত্র উদ্ধৃত করে বলা হচ্ছে, “ও দেখিয়েছে কী করতে পারে। সকলেই এখন মনে করছে ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিত আদর্শ ব্যক্তি। রোহিতও লাল বলের ক্রিকেটে খেলার আগ্রহ দেখিয়েছে।”

উল্লেখ্য, তাঁর অবসর নিয়ে শুরু হওয়া জল্পনা বন্ধ করে দিয়েছেন রোহিত। সিডনি টেস্টের পর বলেছিলেন, “আমি অবসর নিচ্ছি না। এখনই খেলার থেকে দূরে সরে যাচ্ছি না। যারা ধারাভাষ্য দিচ্ছে বা ল্যাপটপ নিয়ে অনেক কিছুই লিখছে, তারা ঠিক করে দেবে না আমি কীভাবে জীবন কাটাব।” সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বলেন, “এখনই ভবিষ্যৎ নিয়ে কোনওরকম চিন্তাভাবনা নেই। যেমন চলছে, তেমনই চলবে। শেষ দুটো আইসিসি টুর্নামেন্টে আমরা অপরাজিত থেকে জিতেছি। ২০২৩ বিশ্বকাপেও ৯টা ম্যাচ জিতেছিলাম। খেলা শেষ না হওয়া পর্যন্ত ছাড়া হবে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub