ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে ধুঁকছে আরসিবি (RCB)। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একেবারে বিধ্বস্ত হয়েছে দলের বোলিং লাইন আপ। এহেন পরিস্থিতিতে কৃষ্ণমাচারি শ্রীকান্তের পরামর্শ, ফ্যাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলিরই (Virat Kohli) বল করা উচিত। ১১ জন ব্যাটার নিয়েই প্রথম একাদশ সাজাক আরসিবি।
সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বোলারদের একেবারে পিটিয়ে ছাতু করে দেয় হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ স্কোর ২৮৭ তুলেছিলেন ট্র্যাভিস হেডরা। মারমুখী হায়দরাবাদের ব্যাটিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন আরসিবি বোলাররা। চার পেসার মিলে ১০ ওভারে ১৩৭ রান দেন। ওইদিন দলের সফলতম বোলার ছিলেন উইল জ্যাক্স। বোলারদের দুর্দশা দেখে মাঠের দর্শকরা ধ্বনি তোলেন, কোহলিকে বোলিং দেওয়া হোক।
এবার সেই কথাই শোনা গেল বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারের মুখে। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, “আরসিবির সেরা বোলার তো উইল জ্যাক্স। আমার মনে হয় ওরা ১১ জন ব্যাটারকে নিয়েই প্রথম একাদশ নামাক। দুওভার বল করুক অধিনায়ক ফ্যাফ। অন্যদিকে ক্যামেরন গ্রিন ৪ ওভার করতে পারবে। বিরাটও যদি ৪ ওভার বল করে তাহলে এত বেশি রান দেবে না।”
সোমবার ম্যাচ শেষে মাঠের মধ্যেই কেঁদে ফেলেছিলেন বিরাট। মাত্র ১টি ম্যাচ জিতে লিগ টেবিলে সকলের নিচে রয়েছে আরসিবি। এহেন পরিস্থিতিতে কিং কোহলির অবস্থা দেখে দুঃখিত শ্রীকান্তও। তাঁর কথায়, “একটা সময় আমার খুব খারাপ লাগে বিরাটকে দেখে। ও দাঁড়িয়ে দেখছে যে বল স্টেডিয়ামের বাইরে উড়ে যাচ্ছে। হেড, ক্লাসেনের পর যখন আবদুল সামাদও এত ঝোড়ো ব্যাটিং করেছে, সেটাই আরসিবির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে।” হতশ্রী হারের পর কোন কৌশলে ঘুরে দাঁড়াবে আরসিবি, সেদিকেই তাকিয়ে ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.