Advertisement
Advertisement
Ravindra Jadeja

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলে নেই জাদেজা, তারকা অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে তুঙ্গে জল্পনা

বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন জাদেজা।

Ravindra Jadeja's absence in ODI format in Sri Lanka tour sparks speculation

রবীন্দ্র জাদেজা।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 19, 2024 7:21 pm
  • Updated:July 19, 2024 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ওয়ানডে ফরম্যাটে জায়গা পাননি রবীন্দ্র জাদেজা। বার্বাডোজে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের পরেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে নেন ভারতের বাঁ হাতি অলরাউন্ডার।
শ্রীলঙ্কায় ওয়ানডে ফরম্যাটে জাদেজার জায়গা না হওয়ায় তাঁর পঞ্চাশ ওভারের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাতে বেশি ওয়ানডে ম্যাচ পাবেন না গৌতম গম্ভীর। সেই কারণেই ভালো করে দল দেখে নিতে চান তিনি।

 

Advertisement

[আরও পড়ুন: হার্দিক নয়, সূর্যকুমারকেই অধিনায়ক হিসেবে চেয়েছিলেন সতীর্থরা!]

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সূত্র সর্বভারতীয় স্তরের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ”আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছটি ওয়ানডে রয়েছে। তার মধ্যে শ্রীলঙ্কাতেই রয়েছে তিনটি। যা ম্যাচ হাতে পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতেই অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরকে পরখ করে দেখবেন নির্বাচকরা।”
জাদেজার ওয়ানডে রেকর্ড বেশ ভালো। তাঁর ঝুলিতে ২৭৫৬ রান। ২২০টি উইকেটের মালিক তিনি। সূত্রের খবর অনুযায়ী, ম্যানেজমেন্ট ভবিষ্যতের দল গড়ার জন্য অন্য বিকল্পগুলোকেও খতিয়ে দেখবে। বোর্ড সূত্র অনুযায়ী, ”জাদেজার পারফরম্যান্স খারাপ নয়। ম্যানেজমেন্ট অন্য বিকল্পগুলোও খতিয়ে দেখছে। ভবিষ্যতের দল গড়ার দিকেই জোর দেওয়া হচ্ছে।”
টেস্ট ফরম্যাটে জাদেজার অবস্থান পরিবর্তন হচ্ছে না। সূত্রের বক্তব্য অনুযায়ী, ”টেস্ট ক্রিকেটে জাদেজা দুর্দান্ত। হোম কন্ডিশনে ওর বোলিংয়ের জবাব নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জাদেজা দলের গুরুত্বপূর্ণ সদস্য।”
উল্লেখ্য, শ্রীলঙ্কায় ২৭ জুলাই ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২ আগস্ট কলম্বোয় ওয়ানডে অভিযান শুরু টিম ইন্ডিয়ার।

 

[আরও পড়ুন: ঘরের মাঠে সুপারহিট ইস্টবেঙ্গল, পুলিশকে ৬ গোলের মালা পরাল লাল-হলুদ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement