সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ টেস্ট উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। যদিও তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে বিতর্কের ইতিহাসও। বিশেষ করে মানকড়িং আউট করে একাধিকবার প্রচারের আলোয় এসেছিলেন তিনি। এবার খোদ নিজেই পড়লেন নিজের ফাঁদে।
ঠিক সেই ঘটনাই ঘটল তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (TNPL 2024)। ‘গুরুমারা বিদ্যা’র থেকে কোনও মতে আউট হতে হতে বেঁচে গেলেন অশ্বিন। ম্যাচ চলছিল ডিন্ডিগাল ড্রাগনস এবং নেল্লাই রয়্যালসের মধ্যে। ঘটনাটি ঘটে ড্রাগনসের ব্যাটিংয়ের সময়। তখন নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন অশ্বিন। স্পিন বোলার মোহন প্রসাদ বল করতে এসে আচমকা থমকে যান। মানকড়িংয়ের মতো করে আউট করতে যান অশ্বিনকে। ক্রিজ থেকে অনেকটা এগিয়ে গেলেও ব্যাট লাইনের উপর ছিল বলেই সে যাত্রা বেঁচে যান ভারতীয় স্পিনার।
ঘটনা দেখে হাসিতে ফেটে পড়েন ধারাভাষ্যকাররা। এতদিন যে ধরনের আউটের জন্য সমালোচিত হতেন এবার সেই অশ্বিনকেই কিনা ফাঁদে ফেলার চেষ্টা করা হল। ওই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে সম্প্রচারকারী চ্যানেল থেকে লেখা হয়েছে ‘অশ্বিন যেন বলতে চাইছেন, তুমি যে স্কুলে পড়েছ, আমি সেই স্কুলের হেডমাস্টার’। কারণ, শেষ পর্যন্ত অশ্বিনকে আউট করতে পারেননি মোহন প্রসাদ।
এর আগে বেশ কয়েকবার মানকড়িং করেছেন অশ্বিন। আইপিএলে জস বাটলারকে আউট করেছিলেন তিনি। তবে সুযোগ পেয়েও একবার সতর্ক করে ছেড়ে দিয়েছেন অ্যারন ফিঞ্চকে। এমনকী ইংল্যান্ডের চার্লি ডিনকে আউট করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের মহিলা দলের ক্রিকেটার দীপ্তি শর্মা।
Ash அண்ணா be like : நீ படிச்ச School-ல நா Headmaster டா! 😎😂
📺 தொடர்ந்து காணுங்கள் TNPL | Dindigul Dragons vs Nellai Royal Kings | Star Sports தமிழில் மட்டும்#TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu @TNPremierLeague pic.twitter.com/fI97alqNJl
— Star Sports Tamil (@StarSportsTamil) July 28, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.