Advertisement
Advertisement
Ravichandran Ashwin

‘সৃষ্টিশীল কিছু পাচ্ছিলাম না’, অবসরের পর ক্রিকেট গবেষণায় ‘ল্যাবরেটরি’র খোঁজে অশ্বিন!

'সবসময় ব্যক্তিগত প্রাপ্তির থেকে ক্রিকেটকে এগিয়ে রেখেছি', অবসরের কারণ নিয়ে মুখ খুললেন অশ্বিন।

Ravichandran Ashwin opens up after his retirement
Published by: Arpan Das
  • Posted:December 24, 2024 12:51 pm
  • Updated:December 24, 2024 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ব্রিসবেন টেস্টের পর আচমকাই জানিয়ে দেন সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর অবসরের কারণ নিয়ে বিতর্কও কম হয়নি। এবার মুখ খুললেন অশ্বিন নিজেই। জানিয়ে দিলেন, ব্যক্তিগত সাফল্যের পিছনে কখনও ছোটেননি। আর অবসরের পর ক্রিকেট নিয়ে গবেষণার জন্য নতুন ‘ল্যাবরেটরি’ খুঁজছেন তিনি।

অবসর প্রসঙ্গে তিনি বলেন, “আমি চাই না মানুষ আমাকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করুক। অন্যদের ক্ষেত্রে বারবার একটা প্রশ্নই ভাবায়, আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি? আমি বিষয়টা অন্যভাবে দেখেছি। আমি কোনও কিছু আঁকড়ে রাখতে ভালোবাসি না। আজ যেটা আমার কাছে, কালও সেটা আমার থাকবে কিনা, এই নিয়ে কখনই মাথা ঘামাইনি। গত কয়েকবছর ধরে এই মানসিকতাই আমাকে প্রেরণা জুগিয়েছে।”

Advertisement

সেই সঙ্গে জানালেন কোন অনুপ্রেরণায় এতদিন ধরে ক্রিকেট খেলেছেন। অশ্বিনের বক্তব্য, “আমি সবসময় ব্যক্তিগত প্রাপ্তির থেকে ক্রিকেটকে এগিয়ে রেখেছি। আমি যখন ক্রিকেটের কথা বলি, তখনই বুঝতে পারবেন, এই খেলাটা আমি কত ভালোবাসি। সেখান থেকে কী পেলাম, সেটা গুরুত্বপূর্ণ নয়। কারওর সমালোচনা করছি না, কিন্তু আমার সফর এরকমই ছিল।”

কিন্তু আরও কিছুদিন কি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারতেন না? আচমকা কেন অবসর নিলেন? অশ্বিন বলছেন, “যেদিন ঘুম থেকে উঠে বুঝতে পারব, নিজের সৃষ্টিশীল সত্তার কোনও ভবিষ্যৎ দেখতে পারছি না, সেদিনই অবসর নেব। এটা এর আগেও বহুবার বলেছি। সাম্প্রতিক সময়ে সময়ে মনে হয়েছে, সেই সৃষ্টিশীল সত্তার থেকে খুব বেশি সাড়া পাচ্ছি না। তখনই বুঝতে পারি, এবার নতুন জায়গায় গবেষণার জন্য ল্যাবরেটরি খুলতে হবে। নিজের ভিতরেও লড়াই চলেছে। কীভাবে নিজেকে নতুন করে আবিষ্কার করা যায়। কিন্তু আমি বিশ্বাস করি, বর্তমান ক্রিকেট দুনিয়া গবেষণার ল্যাবরেটরি বহু জায়গায় খোলা আছে। অবসরের পর সেটাই আমাকে খুঁজে বের করতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement