সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ২০১১-র পর এই প্রথম বিশ্বকাপ এল ভারতের ঘরে। সেবার অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও নেতা ছিলেন তিনি। বিরাট কোহলির অধীনে আইসিসি ইভেন্টে সাফল্য না এলেও টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ভারত। কিন্তু তিন অধিনায়কের মধ্যে তফাৎ কোথায়? সেটা স্পষ্ট জানালেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের জার্সিতে তিন নেতার অধীনেই খেলেছেন তিনি। ফলে খুব কাছ থেকেই দেখেছেন তিনজনের পরিকল্পনা। আর সেই মাপকাঠিতে তিনি কিছুটা এগিয়ে রাখছেন রোহিত শর্মাকে। তার কারণ কী? অশ্বিন বলেন, “২-৩টি বিষয় রোহিতের নেতৃত্বকে আলাদা করে দেয়। ও সবসময় দলের পরিবেশ হালকা রাখার চেষ্টা করে। একই সঙ্গে পরিকল্পনা বানানোর ক্ষেত্রে খুব শক্তিশালী। কীভাবে ভারসাম্য রাখতে হয় জানে। বিরাট ও ধোনিও খুবই ভালো। কিন্তু রোহিত নিজের কৌশল নিয়ে অনেক বেশি কাজ করে।”
একটি পডকাস্টে অশ্বিন জানান, “যখনই কোনও বড় সিরিজ আসে, রোহিত বিশ্লেষণকারী দলের সঙ্গে আলোচনায় বসে। কোচের সঙ্গে কথা বলে প্রস্তুতি নেয়। বিপক্ষের কোন ব্যাটারের কোথায় দুর্বলতা, কোন বোলারকে কীভাবে আক্রমণ করতে হবে, সব ঠিক করে নেয়। কিন্তু সেটা খুব হালকাভাবেই করে। সব সময় প্লেয়ারদের পাশে থাকে। যদি কোনও ক্রিকেটারকে প্রথম এগারোর জন্য বেছে নেয়, তাঁকে সমর্থন করেই যাবে।”
তিনজন অধিনায়কের অধীনেই খেলেছেন অশ্বিন। এর সঙ্গে আইপিএলেও তাঁর ক্যাপ্টেন ছিলেন এমএস ধোনি। দেশের হয়ে গৌতম গম্ভীরকে খুব বেশি দিন অধিনায়ক হিসেবে পাননি। তবে অশ্বিন মনে করেন, গম্ভীর ও রোহিতের নেতৃত্বে মিল আছে। শুধু গম্ভীর তীব্র আবেগ দিয়ে কাজ করেন, রোহিত সেটাই করেন হালকা পরিবেশে। ভারতীয় দলে এই দুজনের জুটি যে সাফল্য পাবে, সে বিষয়েই আত্মবিশ্বাসী অশ্বিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.