সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয়তা হারাচ্ছে টেস্ট ক্রিকেট (Test Cricket)। পাঁচ দিনের ফরম্যাটের ক্রমশ পিছিয়ে পড়ার পিছনে রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের দাদাগিরি। টেস্ট ফরম্যাটের জনপ্রিয়তা বজায় রাখার জন্য অভিনব পারমর্শ দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।
এমসিসি আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন হেডস্যর টেস্ট খেলিয়ে দেশের সংখ্যা কমানোর পরামর্শ দেন। টেস্ট খেলিয়ে দেশের সংখ্যা কমিয়ে ছয় বা সাত করার কথা বলেছেন শাস্ত্রী। তাঁর মতামত, বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের বাড়বাড়ন্তর জন্যই টেস্ট ক্রিকেট পিছিয়ে পড়ছে।
শাস্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ”১২টা দল টেস্ট খেলে। সংখ্যাটা কমিয়ে ছ-সাতে আনতে হবে। রেলিগেশন-প্রমোশন সিস্টেম চালু করতে হবে। দুটো টায়ারের টেস্ট ফরম্যাট করা যেতেই পারে তবে টেস্ট খেলিয়ে দেশের সংখ্যাটা কমিয়ে ছয় বা সাতে আনতে হবে। সংখ্যা কমিয়ে আনলে টেস্টের প্রতি আকর্ষণ বজায় থাকবে। প্রতিদ্বন্দ্বিতা এবং আকর্ষণ বজায় রাখার জন্য টেস্ট খেলিয়ে দেশের সংখ্যা ১২ থেকে কমিয়ে ছয় বা সাতে আনা আবশ্যক। অন্য দিকে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলাটার বিস্তার ঘটানো উচিত।”
শাস্ত্রীর মতে, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশের মধ্যেই সীমাবদ্ধ। বাকি দেশগুলিতে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা নেই বললেই চলে। এদেশের মাটিতেও টেস্ট ক্রিকেট হলে, দর্শক সংখ্যা কমে যায় বহুগুণে। অন্য দিকে আইপিএলে ভরা স্টেডিয়ামই ব্যাট-বলের লড়াই হয়। সেই কারণেই শাস্ত্রী এমন পরামর্শ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.