Advertisement
Advertisement
Rajeev Shukla

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে রোহিতরা? মুখ খুললেন বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট

২০০৮ সালের এশিয়া কাপের পরে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলেনি ভারতীয় দল।

Rajeev Shukla opens up on India touring to Pakistan for Champion's Trophy

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 1, 2024 2:12 pm
  • Updated:October 1, 2024 2:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর পাকিস্তানে বসছে চ‌্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু পাকিস্তানে গিয়ে ভারত চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কি না, তা পুরোপুরি নির্ভর করবে ভারত সরকারের উপর। কানপুর টেস্ট চলাকালীন এহেন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। মেন ইন ব্লু আদৌ প্রতিবেশী দেশে খেলতে যাবে কিনা, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানান তিনি।

২০০৮ সালের এশিয়া কাপের পরে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলেনি ভারতীয় দল। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাননি রোহিতরা। হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় গিয়ে টুর্নামেন্ট খেলেন। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে চ‌্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু বোর্ড ভাইস প্রেসিডেন্ট সোমবার জানিয়ে দেন, ভারতের সেই টুর্নামেন্ট খেলতে যাওয়া নিয়ে কিছুই এখনও চূড়ান্ত হয়নি। যা ঠিক করার, করবে দেশের সরকার।

Advertisement

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজীব শুক্লা। সেখানে সাফ জানিয়ে দেন, “বিদেশে খেলতে গেলে আমরা সবসময়ই সরকারের অনুমতি নিই। আমরা কোন দেশে খেলব সেই নিয়ে সরকার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মেনে চলে ভারতীয় বোর্ড।” আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন ব্লু আদৌ পাকিস্তানে গিয়ে খেলবে কিনা, সেই নিয়ে সরকারের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানান বোর্ডের ভাইস প্রেসিডেন্ট।

যদিও পাকিস্তানে গিয়ে ভারতীয় ক্রিকেটাররা আদৌ নিরাপদে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন পাক তারকা দানিশ কানেরিয়া। তাঁর মতে, ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াই প্রথম লক্ষ্য হওয়া উচিত। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুসৃত হোক হাইব্রিড মডেল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement