চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ম্যাচ হবে কোথায়?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হল শেষ পর্যন্ত। বৃষ্টির জন্য পিছিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের টস। ফলে এখন আকাশের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে দুদেশের ক্রিকেটভক্তদের। বলা যেতে পারে, প্রতীক্ষা আরও বাড়ল। পিচও পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছিল নাসাও স্টেডিয়ামের। তবে ভারতীয় সময় ৮টায় টস হয়। খেলা শুরু হবে সাড়ে আটটায়। কোনও ওভার নষ্ট হয়নি।
আবহাওয়ার পূর্বাভাস ছিল, এদিন স্থানীয় সময় বেলা ১১টায়, অর্থাৎ ম্যাচ শুরুর আধ ঘণ্টা পর ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টে পর্যন্ত ৪৫-৫০ শতাংশ বৃষ্টি হতে পারে। তার পর থেকে বৃষ্টির হার খানিকটা কমে ৩০ শতাংশ হতে পারে। এর অর্থ, নির্ধারিত ম্যাচের পুরো সময়টাতেই বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে টস শুরু হওয়ার আগেই বৃষ্টি নেমে গেল। খুব বেশিক্ষণ যদিও স্থায়ী হয়নি। তবু আকাশের মুখভার। পিচও পুরোপুরি ঢাকা। যার জেরে পিছিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের টস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। তাঁরা বাদ দিয়েছেন আজম খানকে। ভারতীয় দল অপরিবর্তিত।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং
পাকিস্তান দল: মহম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ আমির।
🚨 Toss & Team News 🚨
Pakistan have elected to bowl against the @ImRo45-led #TeamIndia!
Follow The Match ▶️ https://t.co/M81mEjp20F#T20WorldCup | #INDvPAK
A look at our Playing XI 🔽 pic.twitter.com/Efs67EeWAD
— BCCI (@BCCI) June 9, 2024
টসের মাঠে নেমে গিয়েছিলেন দুদেশের ক্রিকেটাররা। বাউন্ডারির সামনে দাঁড়িয়ে কিছুটা গম্ভীর দেখাচ্ছিল রোহিতদের। বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচ ভেস্তে গেল পয়েন্ট ভাগ হয়ে যেতে পারে। সেটা যদিও হয়নি। এদিন চাঁদের হাট নাসাও স্টেডিয়ামে। কে নেই সেখানে! শচীন তেণ্ডুলকর, যুবরাজ সিংদের সঙ্গে দেখা গেল ক্রিস গেইলকেও।
Pitch Inspection to take place at 10:45 AM Local Time (07.45 PM IST).#T20WorldCup | #TeamIndia | #INDvPAK https://t.co/8qymAGPXBS
— BCCI (@BCCI) June 9, 2024
আয়ারল্যান্ডকে হেলায় হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে রোহিতের ভারত। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার কাছে সুপার ওভারে পরাস্ত হয়েছেন বাবররা। তার পর থেকেই তোপের মুখে পাক দল। যদিও এই ম্যাচ সবসময়ই সমান-সমান বলে ধরে ক্রিকেটমহল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুদলের লড়াইয়ে ৬টি ম্যাচ জিতেছে ভারত। পাকিস্তানের ঝুলিতে মাত্র ১টি জয়। এবার ৭-১ করার লক্ষ্যে মাঠে নামবেন রোহিতরা। সেই সঙ্গে সুপার এইটে ওঠার লড়াইয়েও একধাপ এগিয়ে থাকতে চাইবে টিম ইন্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.