Advertisement
Advertisement

Breaking News

Samit Dravid

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে ডাক পেলেন দ্রাবিড়পুত্র সমিত

বাংলা থেকে কেবল ডাক পেয়েছেন যুধাজিৎ গুহ।

Rahul Dravid’s son Samit earns India U19 call-up for Australia series

জাতীয় দলে ডাক পেলেন দ্রাবিড়ের ছেলে।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 31, 2024 12:40 pm
  • Updated:August 31, 2024 2:05 pm

আলাপন সাহা: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে একাধিক ফরম্যাটের খেলা রয়েছে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের। লাল ও সাদা বলের ফরম্যাটে ডাক পেয়েছেন সমিত।
১৮ বছর বয়সি সমিতকে সম্প্রতি মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা গিয়েছে। যদিও সমিত কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সেই টুর্নামেন্টে। সাতটি ইনিংসে ৮২ রান করেন তিনি। গড় মাত্র ১১.৭১। গুলবর্গা মিস্টিক্সের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৩ রান করেন সমিত। 

[আরও পড়ুন: হাতে চোট পেলেন সূর্যকুমার যাদব, দলীপ ট্রফির আগে বাড়ল আতঙ্ক]

ভারতের অনূর্ধ্ব ১৯ দল তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে। সেপ্টেম্বরের ২১, ২৩ এবং ২৬ তারিখ ম্যাচগুলো হবে। ৩০ সেপ্টেম্বর থেকে চারদিনের ম্যাচ শুরু হবে দুদলের। দুটি চারদিনের ম্যাচ খেলবে দুদল। বাংলা থেকে কেবল একজনই ডাক পেয়েছেন। তিনি যুধাজিৎ গুহ। ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিনি। 
ক্রিকেটার রাহুল দ্রাবিড় দেশের হয়ে নিজেকে উজার করে দিয়েছিলেন। খেলোয়াড়জীবনে তিনি শচীন-সৌরভের মতো মহাতারকাদের আলোতে ম্লান হয়ে থাকতেন। জাতীয় দলের কোচ হওয়ার পরে ভারতীয় সিনিয়র দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপ, ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয় দ্রাবিড়ের কোচিংয়ে। টিম ইন্ডিয়াকে বিশ্বচ্যাম্পিয়ন করার পরেই কোচের হটসিট থেকে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড়। এবার রাহুল পুত্রের দিকে নজর সবার। অজিদের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে কেমন খেলেন সমিত, সেটাই দেখার।

Advertisement

[আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে বড় অঘটন, তৃতীয় রাউন্ডে দৌড় শেষ জকোভিচের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement