Advertisement
Advertisement

Breaking News

Preity Zinta

নিজের হাতে ধাওয়ানদের একশোর বেশি আলু পরোটা বানিয়ে খাওয়ালেন প্রীতি, কিন্তু কেন?

জেনে নিন আসল কারণ।

Punjab Kings owner Preity Zinta made aloo parathas for his players

দলের দ্বাদশ ব্যক্তি হিসেবে কাজ করেন প্রীতি জিন্টা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 13, 2024 5:09 pm
  • Updated:April 13, 2024 5:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব কিংসের (Punjab Kings) মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta) ছটফটে। দলের খেলা চলার সময়ে অভিনেত্রী হয়ে যান দলের দ্বাদশ ব্যক্তি হয়ে যান। উজ্জীবিত করেন দলের ছেলেদের। এনার্জি ছড়িয়ে মাঠে।  সেই প্রীতি জিন্টা এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তাঁর ক্রিকেটারদের জন্য ১২০টি আলু পরোটা বানিয়ে খাইয়েছেন। 
টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রীতি বলছেন, ”হোটেলে বলেছিলাম আমি আলু পরোটা খাব। আমাকে দেওয়া হল মারেলা, থাকেলা, সাদেলা আলু পরোটা। আমি তখন বললাম, ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আলু পরোটা বানাতে হয়। ছেলেরা (পাঞ্জাব কিংসের ক্রিকেটাররা) আমাকে আলু পরোটা বানাতে বলল। আমি ওদের বলি, তোমরা যদি ম্যাচ জিততে পারো, তাহলে আমি বানাব। ছেলেরা ম্যাচ জিতেছে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ১২০টা আলু পরোটা বানাব। তাই ওদের জন্য আলু পরোটা বানিয়েছিলাম।” 

[আরও পড়ুন: নাইট ম্যাচের আগে চমক লখনউয়ের, ইডেনে সবুজ-মেরুন জার্সি পরবেন রাহুলরা]

মাঠে ধাওয়ানদের পারফরম্যান্স ভালো নয়। অবশ্য দিল্লি এখনও বহু দূর। একাধিক ম্যাচ খেলার বাকি রয়েছে পাঞ্জাবের। সাপ-লুডোর আইপিএল খেলায় অনেক ওঠা-পড়া বাকি রয়েছে এখনও। প্রীতি জিন্টার উপস্থিতি গ্যালারিতে গ্ল্যামার যোগ করে। প্রীতির এই উজ্জীবিত সমর্থন কি তাতিয়ে দেবে খেলোয়াড়দের? সময় এর উত্তর দেবে। 

[আরও পড়ুন: মুম্বইকে চাপে রাখতে জনগর্জনই অস্ত্র, লিগ ‘ফাইনালের’ আগে টিকিটের দাম কমাল মোহনবাগান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement