Advertisement
Advertisement
IPL Auction 2025

‘অধিনায়ক শ্রেয়সে’র ঘরে ফেরা? নাকি নতুন নেতার খোঁজ? কোন কৌশলে নিলামের প্রস্তুতি দিল্লি ক্যাপিটালসের?

বাংলার অভিষেক পোড়েলকে রিটেন করেছে দিল্লি ক্যাপিটালস।

IPL Auction 2025: Possible strategy of Delhi Capitals in the auction
Published by: Anwesha Adhikary
  • Posted:November 21, 2024 12:05 am
  • Updated:November 21, 2024 1:06 pm  

আইপিএলের মেগা নিলামে (IPL Auction 2025) বাকি হাতে গোনা কয়েকটা দিন। সেরা দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। জল্পনা রয়েছে ক্রিকেট মহলেও। মেগা নিলামে কী হতে চলেছে কোন দলের স্ট্র্যাটেজি, বিশ্লেষণে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আজ নজরে দিল্লি ক্যাপিটালস

১৭ বছর ধরে আইপিএল খেলেও ট্রফি জয়ের স্বাদ পায়নি দিল্লি। ডেয়ারডেভিলস থেকে ক্যাপিটালস হয়েছে নাম, তবু সাফল্য আসেনি। এবার আইপিএলের নিলামের আগে থেকেই বিতর্কে জড়িয়েছে দিল্লি শিবির। গত মরশুমের অধিনায়ক ঋষভ পন্থকেই রিটেন করেনি ম্যানেজমেন্ট। কারণ অধিনায়ক হিসাবে পন্থকে তারা চাইছে না। পন্থ আবার অধিনায়ক হিসাবেই খেলতে চান। ডামাডোলের মধ্যেই নিলামের টেবিলে বসবে দিল্লি ক্যাপিটালস।

Advertisement

রিটেনশন তালিকা:

অক্ষর প্যাটেল: ১৬.৫ কোটি
কুলদীপ যাদব: ১৩.২৫ কোটি
ট্রিস্টান স্টাবস: ১০ কোটি
অভিষেক পোড়েল (আনক্যাপড): ৪ কোটি

পার্স: দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ৭৩ কোটি টাকা।

আরটিএম: হাতে আরটিএম বেঁচে ২টি। যা ব্যবহার করা যাবে একজন আনক‌্যাপড প্লেয়ার এবং একজন ক‌্যাপড প্লেয়ারের জন্য। অথবা দুজন ক্যাপড প্লেয়ারের জন্যও ব্যবহার করা যাবে আরটিএম।

প্রয়োজন: দেশি এবং বিদেশি পেসার দরকার দিল্লিতে। এছাড়াও ওপেনার এবং মিডল অর্ডারের ব্যাটার কিনতে হবে দিল্লি ম্যানেজমেন্টকে। তবে দিল্লির সবচেয়ে বড় প্রয়োজন অধিনায়ক। গত মরশুমের ক্যাপ্টেন ঋষভ পন্থের হাতে আর নেতৃত্বভার দিতে চায়নি দিল্লি। তাই ট্রফির খরা কাটাতে একজন উপযুক্ত নেতার দরকার দিল্লি শিবিরে। দলে ব্যাটার এবং পেসার নেই বললেই চলে। তাই নিলাম থেকে এই দুই বিভাগে ক্রিকেটার কিনতে ঝাঁপাবে দিল্লি।

লক্ষ্য কারা?

প্রথমেই শোনা যাচ্ছে শ্রেয়স আইয়ারের নাম। গত বছর কেকেআরের হয়ে আইপিএলজয়ী অধিনায়ককেই এবার দলের নেতা হিসাবে চাইছে দিল্লি ম্যানেজমেন্ট। তার জন্য বিরাট অঙ্ক পর্যন্ত দর হাঁকতেও পিছপা হবেন না দিল্লির মালিকরা। শ্রেয়সের নেতৃত্বে ফাইনাল খেলেছিল দিল্লিও। এছাড়াও পেসার কিনতে কাগিসো রাবাদা, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, ভুবনেশ্বর কুমারদের দিকে ঝুঁকতে পারে দিল্লি ম্যানেজমেন্ট। আরটিএম কার্ড ব্যবহার করে খলিল আহমেদ বা মুকেশ কুমারকেও দলে ফেরাতে পারে তারা। যেহেতু দিল্লির পার্সের অঙ্ক অন্যদের তুলনায় অনেকটাই বেশি, তাই পেসারদের জন্য বিরাট দর হাঁকতে সমস্যা হবে না। ব্যাটারদের মধ্যে ওপেনার হিসাবে ডেভিড ওয়ার্নার, ফিল সল্টের মতো তারকাদের কিনতে পারে দিল্লি। শ্রেয়সের পাশে মিডল অর্ডারে ব্যাট করার জন্য ভেঙ্কটেশ আইয়ার, দেবদত্ত পাড়িক্কল, রাহুল ত্রিপাঠীদের কথাও ভাবতে পারে দিল্লি ম্যানেজমেন্ট। গত বছর দিল্লির হয়ে ভালো পারফর্ম করেছিলেন অস্ট্রেলিয়ার জেমস ফ্রেজার ম্যাকগার্ক। আরটিএম ব্যবহার করে ফেরানো হতে পারে তাঁকেও। এছাড়াও অক্ষর এবং কুলদীপের পাশে স্পিনার হিসাবে নুর আহমেদের কথাও ভাবতে পারে দিল্লি ম্যানেজমেন্ট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement