Advertisement
Advertisement
IPL Auction 2025

মাত্র ৫৫ কোটিতে চাই পেসার, স্পিনার, ব্যাটার! নিলামের কঠিন পিচে কোন স্ট্র্যাটেজিতে নামবে চেন্নাই?

আগামী মরশুমের রিটেনশন করতে গিয়ে কোর ক্রিকেটারদের অনেককেই ধরে রেখেছে চেন্নাই। সেটা করতে গিয়ে পার্সের অনেকটাই খরচ করে ফেলেছে ম্যানেজমেন্ট।

Possible strategy of Chennai Super Kings in IPL Auction 2025
Published by: Anwesha Adhikary
  • Posted:November 17, 2024 9:37 pm
  • Updated:November 17, 2024 9:37 pm  

আইপিএলের মেগা নিলামে বাকি হাতে গোনা কয়েকটা দিন। সেরা দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। জল্পনা রয়েছে ক্রিকেট মহলেও। মেগা নিলামে কী হতে চলেছে কোন দলের স্ট্র্যাটেজি, বিশ্লেষণে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আজ নজরে চেন্নাই সুপার কিংস

আইপিএলের সফলতম দল হিসাবেই চেন্নাইকে ধরে ক্রিকেটমহল। মুম্বইয়ের সঙ্গে সর্বাধিক ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে তাদেরও। গত মরশুমে একেবারে শেষ মুহূর্তে এসে তাদের প্লে অফ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আগামী মরশুমের রিটেনশন করতে গিয়ে কোর ক্রিকেটারদের অনেককেই ধরে রেখেছে চেন্নাই। সেটা করতে গিয়ে পার্সের অনেকটাই খরচ করে ফেলেছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট। কিন্তু নতুন মরশুমে শক্তিশালী দল গড়তে একাধিক ক্রিকেটার কিনতে হবে তাদের।

Advertisement

রিটেনশন তালিকা:
ঋতুরাজ গায়কোয়াড় ১৮ কোটি
রবীন্দ্র জাদেজা ১৮ কোটি
মাথিশা পাথিরানা ১৩ কোটি
শিবম দুবে ১২ কোটি
মহেন্দ্র সিং ধোনি (আনক্যাপড) ৪ কোটি

পার্স: চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৫৫ কোটি টাকা।

আরটিএম: তাদের হাতে আরটিএম বেঁচে একটি। যা ব্যবহার করা যাবে ক্যাপড বা আনক‌্যাপড প্লেয়ারের ক্ষেত্রে।

প্রয়োজন:

ওপেনিংয়ে ঋতুরাজের সঙ্গী দরকার চেন্নাইয়ের। এছাড়াও জাদেজার পাশাপাশি দরকার স্পিনার। চিপকের ঘূর্ণি পিচে বল করার জন্য দেশি-বিদেশি দুরকম স্পিনারের জন্যই নিলামে ঝাঁপাবে চেন্নাই ম্যানেজমেন্ট। শিবম দুবে দলে থাকলেও তিনি বোলিং সেভাবে করেন না। তাই বোলিং ওপেন করার মতো পেসারের পাশাপাশি ডেথেও একজন পেসার দরকার চেন্নাইয়ের। দলে একগুচ্ছ ফিনিশার থাকলেও মিডল অর্ডারে ইনিংস গড়ার মতো ব্যাটার নেই চেন্নাইয়ের কাছে। মিডল অর্ডারে ঝোড়ো গতিতে রান তোলার পাশাপাশি ঘূর্ণি সামলে ইনিংস গড়তে পারেন-এমন ব্যাটার চাই চেন্নাই শিবিরে। 

লক্ষ্য কারা?

প্রথমেই শোনা যাচ্ছে ঋষভ পন্থের নাম। বিস্ফোরক উইকেটকিপার ব্যাটারকে দলে নিলে মিডল ওভারে দ্রুতগতিতে রান তুলতে পারবে চেন্নাই। পাশাপাশি পন্থ কিপিংও করতে পারেন। এছাড়াও সূত্রের খবর, চেন্নাইয়ের আগামী দিনের অধিনায়ক হিসাবেও নাকি ভাবা হচ্ছে তাঁকে। তবে পন্থকে দলে পেতে ঝাঁপাবে অনেক দলই। সেক্ষেত্রে চেন্নাইয়ের বাধা হয়ে দাঁড়াবে কম অঙ্কের পার্স। একান্তই পন্থকে না পেলে কে এল রাহুলকে কেনার চেষ্টা করতে পারে চেন্নাই। ওপেন করার পাশাপাশি তিনিও উইকেটকিপিং করতে পারেন। এছাড়াও চেন্নাই ম্যানেজমেন্টের নজর থাকবে ডেভন কনওয়ের দিকে। চেন্নাই শিবিরে দীর্ঘদিন খেলেছেন এই কিউয়ি ব্যাটার। ওপেনিংয়ে ঋতুরাজের সঙ্গী হতে পারেন তিনি। সম্ভবত কনওয়ের জন্যই আরটিএম ব্যবহার করতে পারে চেন্নাই। মিডল অর্ডারে বেশ কিছু ভারতীয়কে টার্গেট করতে পারে সিএসকে ম্যানেজমেন্ট। সদ্য টেস্টে সেঞ্চুরি হাঁকানো সরফরাজ খান, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মণীশ পাণ্ডে রয়েছেন এই তালিকায়। তাঁদের জন্য হয়তো খুব বেশি খরচ করবে না ম্যানেজমেন্ট। পেসারের তালিকায় দীপক চাহার, শার্দূল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে চেন্নাই ম্যানেজমেন্ট। নতুন বলে বল করার জন্য কেনা যেতে পারে ভুবনেশ্বর কুমারকেও। জাদেজার পাশে স্পিনার হিসাবে মিচেল স্যান্টনার বা মহেশ ঠিকশানাকে কিনতে পারে চেন্নাই। আলোচনায় থাকবে ওয়াশিংটন সুন্দরের নামও। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা যোগাতে পারেন তিনি। অতীতে মেগা অকশনেও নিজেদের কোর ধরে রাখার পথেই হেঁটেছে সিএসকে। ২০২৫ আইপিএলেও কি সেই স্ট্র্যাটেজি খেটে যাবে ইয়েলো আর্মির? নাকি কম পার্সই কাঁটা হয়ে দাঁড়াবে তাদের দল গঠনের পক্ষে?  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement