Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

‘ফলাফলেই স্পষ্ট সেরা কে’, ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ নিয়ে ছক্কা হাঁকালেন মোদি

প্রধানমন্ত্রীর চোখে সেরা ফুটবলার কে?

PM Narendra Modi opens up on India vs Pakistan cricket rivalry in Lex Fridman podcast
Published by: Arpan Das
  • Posted:March 16, 2025 7:01 pm
  • Updated:March 16, 2025 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে পাকিস্তানকে দুরমুশ করেছে ভারত। এখনও তার রেশ কাটেনি ভক্তদের মধ্যে। এবার ভারত-পাক ক্রিকেট যুদ্ধ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানিয়ে দিলেন, ফলাফলই বলে দিচ্ছে দুই দেশের দ্বৈরথে সেরা কোন দল?

গ্রুপ পর্বে রীতিমতো দাপট রেখে পাক বাহিনীকে হারান রোহিত শর্মারা। সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। লেক্স ফ্রিডমানের পডকাস্টে ক্রিকেট নিয়েও মুখ খুললেন মোদি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, দুদেশের মধ্যে সেরা কারা?

Advertisement

প্রথমে একটু সাবধানেই খেলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যদি টেকনিকের দিক থেকে বলা হয়, তাহলে আমি বিশেষজ্ঞ নই। যাঁরা এই নিয়ে চর্চা করেন, তাঁরাই মতামত দিতে পারবেন যে, কোন প্লেয়ার সেরা।” তারপরই চিরাচরিত ঢংয়ে ছক্কা হাঁকালেন মোদি। বললেন, “কখনও কখনও ফলাফলই বলে দেয় কারা সেরা। কিছুদিন আগেই ভারত-পাকিস্তানের ম্যাচ হয়েছে। সেখানে ফলাফলই বলে দিয়েছে কোন দল সেরা। আমরা তো সেভাবেই জানতে পেরেছি।”

তবে শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলো নিয়ে মতামত রেখেছেন মোদি। তিনি বলেন, “খেলাধুলোর মধ্যে সেই শক্তি আছে, যা গোটা বিশ্বকে জাগিয়ে তুলতে পারে। সব দেশকে একত্রিত করতে পারে। তাই আমি সব সময় খেলাধুলোকে গুরুত্ব সহকারে দেখি। আমি বিশ্বাস করি, মানুষের বিবর্তনে খেলার ভূমিকা রয়েছে।”

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর চোখে সেরা ফুটবলার কে? মোদির বলেন, “আটের দশকে যদি কাউকে জিজ্ঞেস করা হত, তাহলে একটা নামই সামনে আসত। তিনি মারাদোনা। ওই প্রজন্মের নায়ক ছিলেন মারাদোনা। তবে আজকের প্রজন্মকে জিজ্ঞেস করলেন তারা সঙ্গে সঙ্গে বলবে লিওনেল মেসি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement