Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy 2025

পাকিস্তানে খেলতে ‘না’ ভার‍তের, চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ ঠিক করতে সরকারের দ্বারস্থ পিসিবি!

২০২৫-র ফেব্রুয়ারি মাসে পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা।

Champions Trophy 2025: PCB seeks Pak govt advice after India refuses to travel for the tournament

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 11, 2024 12:04 pm
  • Updated:November 12, 2024 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে পাকিস্তানে যাবে না ভারত। রবিবার এই কথা ঘোষণা করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। তার পরেই পাক সরকারের কাছে গোটা বিষয়টি জানানো হয়েছে বোর্ডের তরফে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই বিষয়ে শাহবাজ শরিফ সরকারের পরামর্শ চেয়েছে পিসিবি।

দীর্ঘ জল্পনার পরে রবিবার পাক বোর্ডের তরফে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। বিসিসিআইয়ের সিদ্ধান্তের কথা পাক বোর্ডকে জানিয়েছে আইসিসি। তার পরেই শোনা যায়, ভারতের সিদ্ধান্ত নিয়ে আইনি পরামর্শও নিতে পারে পিসিবি। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নামও প্রত্যাহার করতে পারে পাকিস্তান। তবে এখনই এই বিষয়টি নিয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্ত জানানি পাক বোর্ড।

Advertisement

সংবাদসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পাক বোর্ডের মুখপাত্র সামি উল হাসান বলেন, “আইসিসি থেকে একটি ইমেল পেয়েছে পাক বোর্ড। আপাতত ওই ইমেল ফরোয়ার্ড করে দেওয়া হয়েছে সরকারের কাছে। আগামী দিনে কী পদক্ষেপ করা উচিত সেই নিয়ে সরকারের পরামর্শ চাইবে পিসিবি।” উল্লেখ্য, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে কিনা সেই ধোঁয়াশার কারণে এখনও চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের সূচি।

২০২৫-র ফেব্রুয়ারি মাসে পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। কিন্তু ভারত যে সেদেশে যাবে না, তা নিয়ে চর্চা ছিল দীর্ঘদিন ধরেই। সেক্ষেত্রে হাইব্রিড মডেল ছাড়া আর কোনও উপায় নেই। পাকিস্তান যদিও প্রথম থেকে এই মডেলের বিরোধিতা করে এসেছে। পিসিবি থেকে জোর গলাতেই বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানেই। উল্লেখ্য, গত এশিয়া কাপের আয়োজকও পাকিস্তানই ছিল। কিন্তু ভারত যায়নি পাকিস্তানে খেলতে। বরং হাইব্রিড মডেলে খেলা হয় এশিয়া কাপ। কিন্তু আয়োজক দেশ পাকিস্তান যদি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেয়, তাহলে টুর্নামেন্ট ঘিরে বিরাট জটিলতা দেখা দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement