সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ক্রিকেটের কিংবদন্তি। ওয়ানডেতে নামের পাশে ১১ হাজারের বেশি রান। আর একজনের তিন ফরম্যাট মিলিয়েও রানসংখ্যা ৫ হাজারও ছোঁয়নি। দুজনের মধ্যে যদি মিল কিছু থেকে থাকে, সেটা হল দুজনেই বাঁ হাতি ব্যাটার। ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে পাকিস্তানের ইমাম-উল-হকের (Imam-ul-Haq) তুলনা করতে গিয়ে বেকায়দায় পড়ে গেলেন সে দেশের সাংবাদিক।
কে ভালো ক্রিকেটার? সোশাল মিডিয়ায় ভোট করিয়েছিলেন পাকিস্তানের সাংবাদিক ফারিদ খান। দুজনের ছবি দিয়ে তিনি লিখেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ইমাম-উল-হক? কে ভালো প্লেয়ার? সত্যি কথা বলুন।” কিন্তু তার উত্তরে শুধু ভারত থেকে নয়, বর্ডারের ওপর থেকেও ‘যোগ্য’ জবাব পেয়ে যান ওই সাংবাদিক।
কেউ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘দাদা সেরা’। কেউ-বা লিখেছেন, ‘দাদার সামনে ইমাম আবার কে?’ অনেকে আবার সাংবাদিককে পালটা প্রশ্ন করেছেন, ‘কী খেয়ে এসব লিখছ?’ আবার একজন জানাচ্ছেন, ‘এর চেয়ে খারাপ প্রশ্ন আমি জীবনে কখনও দেখিনি।’ এক নেটিজেন আবার লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানোর ভিডিও দিয়ে লিখেছেন, ‘এই শার্ট ওড়ানোর ছবিটা ইমামের গোটা কেরিয়ারের থেকে বেশি দামী’।
Sourav Ganguly or Imam Ul Haq? Who’s the better player? Tell me honestly pic.twitter.com/gLY1B0qwCW
— Farid Khan (@_FaridKhan) July 20, 2024
Ganguly is best
— Kamal Khan (@btni1122) July 20, 2024
Ek tshirt utarne wala sceen tere imam ke pure career par bhari hai @_FaridKhan pic.twitter.com/s9MaxxAJPG
— Mahfooz Hussain (@BeingMahfooz) July 20, 2024
১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটে সৌরভের। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকান তিনি। ওয়ানডে ক্রিকেটে তাঁর রানসংখ্যা ১১,৩৬৩। টেস্টেও ৭ হাজারের উপর রান আছে তাঁর। ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়কের তালিকায় উপরের সারিতে রয়েছে সৌরভের রান। অন্যদিকে ২৯ বছর বয়সি ইমামের রান এখনও ৫ হাজারের গণ্ডি টপকাতে পারেননি। স্ট্রাইক রেটের জন্য প্রায়ই সমালোচিত হন। এমনকী প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইনজামাম-উল-হকের ভাইপো হওয়ায় স্বজনপোষণের অভিযোগও রয়েছে। তাঁর সঙ্গে সৌরভের তুলনায় পাকিস্তানি সাংবাদিককে ধুয়ে দিলেন নেটিজেনরা।
Farid did you start drinking ??
— Muhammad Irfan (@IrfiLuck) July 20, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.