Advertisement
Advertisement
Azam Khan

গলায় সজোরে আঘাত বাউন্সারের, উলটে পড়লেন ১৩৬ কেজির আজম, হলেন হিট উইকেটও

পাকিস্তানের ক্রিকেটার এর আগেও ওজন আর বিরাট চেহারার জন্য বিদ্রুপের শিকার হয়েছেন।

Pakistan Batter Azam Khan gets out in a bizarre dismissal at CPL 2024

আজম খান।

Published by: Arpan Das
  • Posted:August 31, 2024 4:50 pm
  • Updated:August 31, 2024 5:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওজন আর বিরাট চেহারার জন্য প্রায়ই বিদ্রুপের শিকার হন পাকিস্তানের ক্রিকেটার আজম খান। এমনকী দলের অধিনায়ক বাবর আজমের থেকেও কটাক্ষ শুনতে হয়েছে এই তরুণ ক্রিকেটারকে। এবার ফের নেটদুনিয়ার নজরে আজম। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি লিগের বাউন্সারে ছিটকে পড়লেন তিনি। সঙ্গে হিট উইকেটও হলেন।

বাংলাদেশের বিরুদ্ধে যখন পাকিস্তান টেস্ট খেলতে ব্যস্ত, তখন আজম খান রয়েছেন ক্যারিবিয়ানে। সেখানে সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে খেলছেন। তবে তাতেও যে সুবিধা করতে পারছেন তা নয়। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পাকিস্তানের ব্যাটার-উইকেটকিপার। বল করছিলেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের স্প্রিংগার।

Advertisement

[আরও পড়ুন: চল্লিশেও টেবিল টেনিসের আসরে ঝড়, জাতীয় দলে প্রত্যাবর্তনে নজর মৌমার]

৮ বলে ৯ রানে ব্যাট করছিলেন আজম। সেই সময় স্প্রিংগারের বল পুল করতে যান তিনি। কিন্তু বল সোজা এসে লাগে আজমের গলায়। সঙ্গে সঙ্গে উলটে পড়ে যান আজম। ঘটনা এখানেই থামেনি। উলটে পড়ার পরই তাঁর ব্যাট গিয়ে সোজা লাগে উইকেটে। অর্থাৎ, ওই বলেই হিট উইকেট হয়ে যান আজম। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন বিপক্ষের বোলাররা। এগিয়ে আসেন দলের চিকিৎসকরাও। যদিও আজমের চোট তেমন গুরুতর নয়।

[আরও পড়ুন: টুর্নামেন্ট এক, ট্রফি তিন, কেন এই নিয়ম ডুরান্ডে?]

এর আগেও বহুবার ওজন নিয়ে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মইন আলির পুত্র। জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুটি ক্যাচ ফেলেছিলেন। ব্যাটিংয়ের সময়ও দৃষ্টিকটুভাবে আউট হয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হার ভুলে ফাস্ট ফুড খেতে ব্যস্ত ছিলেন আজম। ১৩৬ কেজি ওজনের এই ক্রিকেটার আউট হয়ে ফের চর্চায় উঠে এলেন নেটদুনিয়ায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement