বল হাতে আগুন জ্বালাতে দক্ষ বুমরা। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) না থাকার অর্থ ভারতীয় বোলিংয়ে রক্তাল্পতা। নির্ভুল নিশানায় ইয়র্কার দিতে দক্ষ তিনি। শর্ট রান আপে দারুণ গতি তুলতে পারেন। সেই বুমরাহই এক সময়ে কানাডায় চলে যাওয়ার কথা ভেবেছিলেন। নাগরিকত্ব গ্রহণ করতে চেয়েছিলেন কানাডার।
সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্নও দেখেছিলেন। এমন অজানা তথ্য ফাঁস করেন বুমরাহর স্ত্রী সঞ্জনা গনেশন। তিনি সঞ্চালিকা। সঞ্জনাই স্বামী বুমরাহকে প্রশ্ন করেন, ”তুমি কানাডায় গিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলে কেন?”
স্ত্রীর প্রশ্নের জবাবে বুমরাহ বলেন, ”ক্রিকেট খেলে কে না বড় হতে চায়? আমাদের দেশের প্রতিটি রাস্তায় কমপক্ষে ২৫ জন ক্রিকেট খেলে। ওরা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে। বিকল্প কিছু চিন্তাভাবনা করে রাখতেই হবে। কানাডায় আমার আত্মীয় থাকে। পড়াশোনার পাঠ শেষ করে কানাডায় যাওয়ার চিন্তাভাবনা করেছিলাম। পরিবার নিয়েই যাওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু মা যেতে চাননি।”
কানাডায় না গিয়ে ভালোই করেছেন বুমরাহ। চলে গেলে ভারত তাঁর মতো একজন পেসারকে হারাত। বুমরাহ বলেছেন, ”আমি দেশ এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছি। এটাই আমার কাছে গর্বের ব্যাপার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.