Advertisement
Advertisement
ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘পিসিবি-ই তো ক্রিকেটারদের মনোবল ভেঙে দিচ্ছে’, পাক বোর্ডকে কটাক্ষ কানেরিয়ার

পিসিবি-র খোলনলচে বদলে ফেলা হোক, বলছেন কানেরিয়া।

ODI World Cup 2023: Danish Kaneria lashed out at the Pakistan Cricket Board । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 31, 2023 12:00 pm
  • Updated:October 31, 2023 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (Pakistan Cricket Board) একহাত নিলেন প্রাক্তন পাক লেগ স্পিনার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের মনোবল ভেঙে দিচ্ছে বলে জানিয়েছেন কানেরিয়া। অর্থাৎ পাকিস্তানের ভরাডুবির জন্য প্রাক্তন স্পিনার আসামীর কাঠগড়ায় তুলছেন পিসিবিকেই। আফগানিস্তানের কাছেও হারতে হচ্ছে পাকিস্তানকে। এই হার ভালোভাবে নেননি প্রাক্তন ক্রিকেটাররা।
কানেরিয়া বলছেন, একের পর এক ম্যাচ জিতে আফগানিস্তান নিজেদের এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সেই জায়গায় পাকিস্তান ডুবে রয়েছে ভূ-রাজনীতিতে। কানেরিয়া লিখেছেন, ”ক্রিকেটের উপরে বেশি ফোকাস করছে আফগানিস্তান। রাজনীতি নিয়ে বেশি ভাবিত নয় ওরা। পাকিস্তান ঠিক উলটো পথেই হাঁটছে। পাকিস্তান ক্রিকেট নিয়ে কম চিন্তাভাবনা করছে এখন। বেশি ভাবছে ভূ-রাজনীতি নিয়ে। খারাপ পারফরম্যান্স করলে ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়া হবে, এই হুমকি দিয়ে দিয়ে পিসিবি ক্রিকেটারদের মনোবল ভেঙে দিচ্ছে। আর এমন সময়ে হচ্ছে, যখন দল মোটেও ভালো জায়গায় নেই।” 

[আরও পড়ুন: বিরাটের ৩৫তম জন্মদিনে রোহিতের পয়া ইডেনে আসছেন অমিত শাহ]

ভারতের মাটিতে চলতি বিশ্বকাপে পাকিস্তান মোটেও ভালো ছন্দে নেই। কানেরিয়া বলছেন, ”বাবর আজমের ব্যক্তিগত মেসেজ ফাঁস হয়ে যাচ্ছে। মুখ্য নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছে ইনজামাম উল হক। পাকিস্তান ক্রিকেট খুব খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে। দলের সঙ্গে সঙ্গে পিসিবি-তেও বদলের দরকার।” 

Advertisement

 

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ৩৫তম জন্মদিনেই আসুক ৪৯তম শতরান, কোহলির জন্য রিজওয়ানের ‘বিরাট’ প্রার্থনা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement