Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

‘অস্ট্রেলিয়া যাব কিনা জানি না’, বর্ডার-গাভাসকর ট্রফির আগে জল্পনা বাড়ালেন রোহিত

পিতৃত্বের জল্পনা আরও উসকে দিলেন ভারত অধিনায়ক।

'Not sure of going', says Rohit Sharma before Australia series

রোহিত শর্মা। ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 3, 2024 6:56 pm
  • Updated:November 3, 2024 6:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত শর্মা। সেই জল্পনা আরও উসকে দিলেন ভারত অধিনায়ক নিজেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ সিরিজ হারের পর সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দিলেন, বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে তিনি অস্ট্রেলিয়া যাবেন কিনা সেটা এখনও জানা নেই। তার পর থেকেই নেটদুনিয়ায় গুঞ্জন, এবার ভারত অধিনায়কের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

সূত্রের খবর, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত। ব্যক্তিগত কারণেই টেস্ট থেকে সাময়িক বিরতি চেয়ে রেখেছেন বোর্ডের কাছে। তবে এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি এখনও। পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই টেস্টের প্রথম টেস্টে ছুটি নিতে পারেন রোহিত। বিসিসিআইয়ের এক সূত্রের দাবি, বোর্ডের কাছে রোহিত প্রাথমিকভাবে ছুটি নেওয়ার কথা জানিয়েছেন। ব্যক্তিগত কারণেই একটা টেস্ট খেলবেন না ভারত অধিনায়ক। তবে সেই ব্যক্তিগত প্রয়োজন যদি সিরিজের আগেই মিটে যায় তাহলে অবশ্য পাঁচটি টেস্টেই রোহিত খেলবেন এবং নেতৃত্ব দেবেন।

Advertisement

তার পরেই খবর ছড়ায়, বর্ডার-গাভাসকর ট্রফির শুরুর দিকেই দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। সেই চর্চার মধ্যেই ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্টে চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে হর্ষ ভোগলে একপ্রকার রোহিতের বাবা হওয়ার খবর নিশ্চিত করে দিয়েছেন। তিনি বলেন, “অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার খেলা নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। হয়তো প্রথম টেস্টে খেলবে না। শুনলাম ওর পরিবারে নাকি নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে।”

টেস্ট শেষ হওয়ার পরে রোহিত নিজেই অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিলেন, বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে তিনি দলের সঙ্গে যাবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক বলেন, “জানি না আমি আদৌ খেলতে যাব কিনা। তবে আশা রাখছি।” উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট। সেখানে সম্ভবত নামতে পারবেন না রোহিত। প্রথম টেস্টের ১০ দিন পরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেখানে হয়তো দলের সঙ্গে যোগ দিতে পারেন রোহিত। হিটম্যান না থাকলে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জশপ্রীত বুমরাহ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement