ফাইল ছবি
রাজর্ষি গঙ্গোপাধ্যায়: খবরটা শোনার পর আসমুদ্রহিমাচলে ছড়িয়ে থাকা মহেন্দ্র সিং ধোনির অগণিত ভক্তকুলের খুশি হওয়া উচিত। ক্যাপ্টেন কুলের চোট নিয়ে যতই জল্পনা ছড়াক, যতই তাঁর লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করার বিষয় নিয়ে চর্চা চলুক, সে সব কিছুই হচ্ছে না। বরং ধোনির চোট অতটা নাকি গুরুতরও নয়। অস্ত্রোপচার করতে তাঁকে লন্ডনও তাই যেতে হচ্ছে না। অন্তত চেন্নাই সুপার কিংস সিইও কাশী বিশ্বনাথন তেমনই বলে দিলেন।
শুধুই চেন্নাই সুপার কিংসের সর্বময় কর্তা নন, তামিলনাড়ু ক্রিকেট সংস্থাতেও অত্যন্ত প্রভাবশালী চরিত্র কাশী। রবিবার আইপিএল ফাইনালে বোর্ডের অতিথি-অভ্যাগতদের আপ্যায়ন করার ফাঁকে ‘সংবাদ প্রতিদিন’-কে কাশী বলছিলেন, “ধোনি অস্ত্রোপচার করতে লন্ডন যাচ্ছে, এরকম কোনও খবর নেই আমার কাছে। ওর চোট তেমন গুরুতর নয় বলেই জানি।” প্রসঙ্গ বিচারে বলে রাখা যাক, গতবারের মতো এবারের আইপিএলেও চোট ভালো রকম ভুগিয়েছে ধোনিকে। অনেক সময়ই দেখা গিয়েছে যে, খেলা শেষে তিনি রীতিমতো খোঁড়াচ্ছেন। দৃশ্যতই হাঁটতে অসুবিধে হচ্ছিল তাঁর।
বিভিন্ন প্রচারমাধ্যমে লেখালেখি চলছিল যে, আইপিএল পর্ব চুকেবুকে গেলে ধোনি লন্ডন যাবেন অস্ত্রোপচার করাতে। তার পরই বোঝা যাবে যে, আগামী মরশুমে তিনি খেলার মতো জায়গায় রয়েছেন কি না? কিন্তু সিএসকে সিইওর বক্তব্য ধরলে, কোনও রকম অস্ত্রোপচার এ মুহূর্তে প্রয়োজন হচ্ছে না ধোনির। কিন্তু তিনি কি আগামী মরশুমে খেলবেন? তাঁকে দেখা যাবে সিএসকের পীতবর্ণ জার্সিতে? এবার হাসতে-হাসতে কাশী বললেন যে, “সেটা আমিও জানি না। আমরা আসলে এ সমস্ত বিষয় নিয়ে কথা বলি না।” দেশজ ক্রিকেটমহলের একাংশে বলাবলি চলছে যে, ধোনি যদি একান্তই আগামী বছর না খেলেন, তাঁকে সিএসকে কোচ বা মেন্টরের পদে দেখা যেতে পারে। সেই সম্ভাবনা আছে? না খেললেও ধোনি সিএসকে-র সঙ্গেই যুক্ত থাকবেন? এবার সিএসকে সিইও-র উত্তর, “আশা তো করি।”
সপ্তদশ আইপিএলে প্রবল আশা জাগিয়েও শেষ পর্যন্ত প্লে অফ যেতে ব্যর্থ হয়েছে সিএসকে। ফ্যাফ ডু’প্লেসিস-বিরাট কোহলির আরসিবির কাছে হেরে তাদের প্লে অফ যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। সিএসকে সিইও বললেন যে, চোট-আঘাতই সমস্ত হিসেব গন্ডগোল করে দিল। “মাথিশা পাথিরানার মোক্ষম সময়ে চোট লেগে গেল। দীপক চাহার চোট পেয়ে গেল। মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরতে হল। একাধিক ফ্যাক্টর এবার আমাদের বিরুদ্ধে কাজ করেছে। কিন্তু তা সত্ত্বেও বলব, আমরা এবার খারাপ পারফর্ম করিনি। ঋতুরাজ গায়কোয়াড় ভালো অধিনায়কত্ব করেছে। ডেভন কনওয়ের জায়গায় রাচীন রবীন্দ্র খারাপ খেলেনি। একটা জিনিস বুঝতে হবে। এটা আইপিএল। বিশ্বের কঠিনতম ফ্র্যাঞ্চাইজি লিগ। তাই এখানে থিতু হওয়ার জন্যও প্লেয়ারকে সময় দিতে হবে। আমার মতে, সময় পেলে আগামী আইপিএল থেকে আরও ভালো পারফর্ম করবে রাচীনরা,” বলে দিলেন চেন্নাই সুপার কিংস সিইও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.