ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছর আগে তাঁর নেতৃত্বেই শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। ভারত-পাক ম্যাচের দিনও দেখা গেল, মন দিয়ে রোহিতদের খেলা দেখছেন। তিনি-মহেন্দ্র সিং ধোনি। সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তেজনায় ফুটছেন।
রবিবার দুবাই ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছে ভারত। সেই ম্যাচ দেখতে সানি দেওলের সঙ্গে জুটি বাঁধলেন ক্যাপ্টেন কুল। সম্ভবত দুজন মিলে কোনও বিজ্ঞাপনের শুটিং করছেন। তবে ম্যাচ দেখতে তাঁরা দুবাইয়ে গিয়েছেন, নাকি অন্য কোথাও রয়েছেন, সেই তথ্য অজানা। তবে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, আরও কয়েকজন ক্রিকেটপ্রেমীদের সঙ্গে বসে খেলা দেখছেন ধোনি এবং সানি। তবে ক্যাপ্টেন কুলের পরনে ভারত নয়, চেন্নাই সুপার কিংসের জার্সি।
ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, দেখা হতেই বলি অভিনেতাকে জড়িয়ে ধরছেন ক্যাপ্টেন কুল। দুজন যখন খেলা দেখছেন, সেই সময়ে ইনিংস গড়ার চেষ্টা করছিলেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান এবং সউদ শাকিল। দুজনের খেলা দেখার ভিডিও শেয়ার করেছে স্টার স্পোর্টস। সঙ্গে ক্যাপশন, ‘ঢাই কিলো কা হাত আউর থালা কি ফিনিশিং। ব্লকবাস্টার স্ক্রিপ্টের জন্য এইটুকুই যথেষ্ট।’ সম্ভবত আইপিএলের বিজ্ঞাপন শুট করার ফাঁকেই ভারত-পাক দ্বৈরথ উপভোগ করছিলেন ‘থালা’।
View this post on Instagram
তবে ধোনি না গেলেও ভারত-পাক ম্যাচ দেখতে দুবাইয়ে চাঁদের হাট। জশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক বর্মার মতো জাতীয় দলের তারকারা হাজির স্টেডিয়ামে। রয়েছেন শাহিদ আফ্রিদিও। ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের স্ত্রীও গ্যালারিতে হাজির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.