Advertisement
Advertisement
MS Dhoni

আইপিএলের প্রস্তুতি শুরু ধোনির, দিনে চার ঘণ্টা জিম ছাড়াও রুটিনে আর কী?

নিলামে কাদের নেওয়া হবে, চেন্নাইকে তার একটা রূপরেখাও নাকি এমএসডি তৈরি করে দিয়েছিলেন।

MS Dhoni started practicing for IPL 2025

মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 30, 2024 7:32 pm
  • Updated:November 30, 2024 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটজীবনেও তিনি খুব একটা সোশ‌্যাল মিডিয়ায় আসতেন না। ফোনেও তাঁকে খুব বিশেষ পাওয়া যেত না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও সেটা একইরকম আছে। ভারতীয় তারকা ক্রিকেটারদের সোশ‌্যাল মিডিয়া ফলো করলে মোটামুটি বোঝা যায় তাঁরা কী করছেন, কোথায় আছেন! কিন্তু মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে সেসব বোঝার কোনও বালাই নেই। ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন প্রায় পাঁচ মাস আগে। তারপর থেকে একটাও পোস্ট নেই। ফলে তিনি কী করছেন, কোথায় রয়েছেন, সেটা নিয়ে ধোনি-ভক্তকুলের জানার খুব একটা উপায় নেই। তবে ধোনির ঘনিষ্ঠমহলে খোঁজ নিয়ে জানা গেল যে তিনি ইতিমধ্যেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ব‌্যাট নিয়ে এখনও মাঠে নামেননি ঠিকই। তবে প্রত্যেক দিন তিন-চার ঘণ্টা করে জিমে সময় কাটাচ্ছেন। এটাও শোনা গেল, এবার ধোনি নাকি আরও বেশি ফিট।

রাঁচিতে খবর নিয়ে জানা গেল, ধোনি আপাতত নিজের শহরেই রয়েছেন। দিন কয়েক আগে মীরাটে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান আবার রাঁচি ফিরেছেন। আর রাঁচিতে থাকলে ধোনি রোজ জিমে যান। শোনা গেল, দুপুর আড়াইটে-তিনটে নাগাদ নিজের ফার্মহাউস থেকে বেরিয়ে সোজা ঝাড়খণ্ড ক্রিকেট অ‌্যাসোসিয়েশনের স্টেডিয়ামে চলে যাচ্ছেন। সেখানকার জিমেই ঘণ্টা তিনেক ট্রেনিং চালিয়ে যাচ্ছেন ধোনি। শোনা গেল, বেশিরভাগ দিনই ধোনি বাড়ি থেকে জিমে যান বাইকে। বাইক বরাবরই ধোনির খুব পছন্দের। কলকাতায় খেলতে এসে শহরের রাস্তায় বাইক নিয়ে ঘুরেছেন। রাঁচিতে বেশিরভাগ সময়টাই ধোনি ঘোরেন বাইকে। জিম থেকে ফেরার পর ভারতীয় বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের সময়টা কাটে বন্ধু-বান্ধবদের সঙ্গে।

Advertisement

চেন্নাই সুপার কিংস এবার ধোনিকে আপক‌্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করেছে। মাত্র চার কোটি টাকায় রাখা হয়েছে তাঁকে। এটাও শোনা গেল, ধোনি সেই প্রস্তাব নিজেই দিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তাদের। জানিয়ে দেন যে ভবিষ‌্যতের টিম তৈরির জন‌্য এই নিলামটা খুব গুরুত্বপূর্ণ। তাই তাঁকে রাখার জন‌্য বেশি অর্থ খরচ করার দরকার নেই। টিম ভালো করা দরকার। এটাও শোনা গেল, নিলামে কাদের কাদের নেওয়া হবে, তার একটা রূপরেখাও নাকি এমএসডি তৈরি করে দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement