Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

‘সম্মান হারাচ্ছে, দু’বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল’, ধোনিকে খোঁচা প্রাক্তন ভারতীয় তারকার

চেন্নাই ভক্তরাও আর ধোনির মন্থর ব্যাটিং সহ্য করতে পারছেন না, মনে করছেন জাতীয় দলে খেলা ওই তারকা।

MS Dhoni should have retired after IPL 2023: Manoj Tiwary

ছবি: বিসিসিআই

Published by: Subhajit Mandal
  • Posted:April 6, 2025 10:06 am
  • Updated:April 6, 2025 10:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ আইপিএল জয়ের পরই সসম্মানে অবসর নেওয়া উচিত ছিল মহেন্দ্র সিং ধোনির। অহেতুক খেলা চালিয়ে গিয়ে নিজেরই সম্মান নষ্ট করছেন মাহি। এমনটাই মনে করছেন বাংলা তথা ভারতীয় দলের প্রাক্তন তারকা মনোজ তিওয়ারি। মনোজ বলছেন, চেন্নাই ভক্তরাও আর ধোনির মন্থর ব্যাটিং সহ্য করতে পারছেন না।

শনিবার দিল্লির বিরুদ্ধে চেন্নাই ইনিংসের এগারো নম্বর ওভার চলাকালীন মাঠে নেমেছিলেন ধোনি। ধোনি যখন ১৮৪ তাড়া করতে নামেন, চেন্নাই তখন ৭৪-৫। রবীন্দ্র জাদেজাও আউট হয়ে ফিরে গিয়েছেন। মোটামুটি তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে, দিল্লি ম্যাচ আর জিতছে না চেন্নাই। আসলে চিপকের পিচে ব্যাট করা খুব সহজ ছিল না। যথেষ্ট চ্যালেঞ্জিং বাইশ গজ ছিল। কিন্তু তার পরেও যে ধেনি ছিলেন। যতই তেতাল্লিশ বছর বয়স হয়ে যাক তাঁর, তিনি মাঠে থাকা মানে আজও জীবিত থাকে অসম্ভবের আশা। যে আশাবাদ তিনি নিজেই সৃষ্টি করেছেন, বছরের পর বছর ধরে। হায়, কে জানত আশারও ‘এক্সপায়ারি ডেট’ থাকে।

Advertisement

গোটা ইনিংসে মাত্র একটা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি মারলেন ধোনি। স্ট্রাইক রেট ১১৫। শেষ ১২ বলে যখন সিএসকের ৫৪ রান দরকার, তখন ধোনি সিঙ্গলস নিয়ে গেলেন। এটা ঘটনা যে, তাঁর স্টাম্পিং এখনও বিদ্যুৎগতির। কিপিং তুখোড়। কিন্তু ফিনিশার ধোনি ক্রমশ অন্তমিত সূর্যের দিকে এগোচ্ছেন নিঃসন্দেহে। আরসিবি মাচে ন’নম্বরে নেমে তাঁর নিষ্ফলা ১৬ বলে অপরাজিত ৩০, রাজস্থান রয়‍্যালস মাচে বৈতরণী পার না করতে পারা, দিল্লির বিরুদ্ধে দশ ওভার ব্যাট করে দুঃখজনক ২৬ বলে অপরাজিত ৩০-সে আশঙ্কায় সিলমোহরই বসাচ্ছে।

ধোনিকে খানিক খোঁচা দিয়ে সে কথাই যেন মনে করালেন মনোজ তিওয়ারি। তিনি বলছেন, “ধোনির ব্যাটিংটা সমর্থকদের পক্ষেও মেনে নেওয়া কঠিন হচ্ছে। এত বছর ধরে যে আস্থা, যে ভরসাটা ও তৈরি করেছিল, যেভাবে চেন্নাই সমর্থকদের মননে ঠাঁই করে নিয়েছিলেন শনিবারের ম্যাচের পর যেভাবে সমর্থকরা রাস্তায় নেমে ধোনির বিরুদ্ধে কথা বলছে তাতে মনে হচ্ছে সেই আস্থা ভেঙে যাচ্ছে। সেই সম্মানটা নষ্ট হচ্ছে।” মনোজের স্পষ্ট বক্তব্য, “২০২৩ আইপিএল ফাইনালের পরই অবসর নিয়ে নেওয়া উচিত ছিল ধোনির।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement