Advertisement
Advertisement
Mohammed Shami

কামব্যাকের পর আবেগঘন বার্তা শামির, এখনই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তারকা পেসার?

'শামিকে এখনই অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত', মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

Mohammed Shami shares heartfelt message after Ranji Match amid Border Gavaskar Trophy joining rumour

মহম্মদ শামি। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 16, 2024 9:12 pm
  • Updated:November 16, 2024 9:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর বিশ্বকাপ ফাইনালের পর চোটের জন্য আর মাঠে নামা হয়নি। সেই অপেক্ষার অবসান ঘটল বাংলার হয়ে রনজির ম্যাচে। প্রথম ইনিংসে নেন ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে শিকার ৩ উইকেট। প্রয়োজনের সময় ব্যাট হাতেও জ্বলে উঠেছেন। প্রায় একবছর পর মাঠে ফিরে স্বপ্নের পারফরম্যান্স। রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাও জেতে ১১ রানে।

ম্যাচের পর শামি সোশাল মিডিয়ায় লেখেন, ‘অসাধারণ ম্যাচ! বাংলা ১১ রানে নাটকীয় জয় পেল। প্রতিটা উইকেট, প্রতিটা রান আর মাঠের প্রতিটা মুহূর্ত, সবকিছুই আমার ভক্তদের উৎসর্গ করতে চাই। তোমাদের ভালোবাসা ও সমর্থন আমাকে প্রতিবার নিজের সেরাটুকু উজাড় করে দিতে উৎসাহিত করে। চলো, এই মরশুমটাকে উপভোগ্য করে তুলি।’ সেই সঙ্গে লক্ষ্মীরতন শুক্লা, শাহবাজ আহমেদ, অনুষ্টুপ মজুমদার, ঋদ্ধিমান সাহাদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন।

Advertisement

স্বাভাবিকভাবেই শামির পারফরম্যান্সের পর ভক্তদের একাংশের দাবি, তাঁকে এখনই অস্ট্রেলিয়ায় পাঠানো হোক। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টেই নামিয়ে দেওয়া হোক শামিকে। কিন্তু আপাতত সেটা সম্ভব হচ্ছে না। রনজির ম্যাচে ৪৪ ওভার অনায়াসে বল করলেও আরও একটু সময় নিতে চান নির্বাচকরা। এর পর বাংলার টি-টোয়েন্টি ম্যাচ আছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। সেখানেও খেলতে পারেন শামি। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে। অর্থাৎ এখনও পর্যাপ্ত সময় আছে। সব ঠিক থাকলে সেই টেস্টের আগে শামির ভারতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ভারতের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামত সম্পূর্ণ ভিন্ন। তিনি চান, শামিকে দ্রুত অস্ট্রেলিয়া পাঠানো হোক। রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, “আমি হলে শামিকে অস্ট্রেলিয়ায় অবশ্যই পাঠাতাম। ওর মুস্তাক আলি ট্রফি খেলার দরকার নেই। যদি ও পারথ টেস্টে নাও খেলতে পারে, তাহলেও অস্ট্রেলিয়া যাওয়া দরকার। আজ ও ভালো বল করেছে। শামির প্র্যাক্টিসে থাকা দরকার। পরের টেস্টেই শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement