Advertisement
Advertisement

Breaking News

Mohammed Shami

রনজিতে এক ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার টিকিট! বর্ডার-গাভাসকর ট্রফিতে শামির খেলার সম্ভাবনা প্রবল

অ্যাডিলেড টেস্টে নেমেও পড়তে পারেন শামি।

Mohammed Shami set to return to India squad if gets fully fit
Published by: Anwesha Adhikary
  • Posted:November 14, 2024 6:48 pm
  • Updated:November 14, 2024 7:20 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: যদি ফিটনেস নতুন করে অস্বস্তিতে না ফেলে, যদি হাঁটু আবার না ফুলে যায়, তা হলে দ্রুতই অস্ট্রেলিয়ার বিমান ধরার সম্ভাবনা রয়েছে মহম্মদ শামির। তবে সেক্ষেত্রে ইন্দোরে বাংলা বনাম মধ‌্যপ্রদেশ চলতি রনজি ম‌্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি কী করেন, সেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

মধ‌্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিন বল হাতে উইকেটহীন থাকলেও বৃহস্পতিবার খেলার দ্বিতীয় দিন ভালো বোলিং করেছেন শামি। চার-চারটে উইকেট নিয়েছেন। সব মিলিয়ে উনিশ ওভার বোলিং করেছেন। শামির আগুনে বোলিংয়ে ম‌্যাচে ফিরেও এসেছে বাংলা। মধ‌্যপ্রদেশকে তাদের ঘরের মাঠেই চাপে ফেলে দিয়েছেন অনুষ্টুপ মজুমদাররা। সবচেয়ে বড় কথা, মাঠে উপস্থিত বাংলা ক্রিকেটারদের কথা অনুযায়ী, প্রায় পুরনো শামিকেই এ দিন দেখা গিয়েছে। যাঁর বোলিংয়ের কোনও হদিশই পাননি মধ‌্যপ্রদেশ ব‌্যাটাররা। বিশেষ করে বলা হচ্ছে, মধ‌্যপ্রদেশ অধিনায়ক শুভম শর্মাকে করা শামির ডেলিভারিটা। যার কোনও ধারণাই করতে পারেননি শুভম। অসহায় ভাবে শুধু দেখেন যে, তাঁর স্টাম্প উড়ে গিয়েছে!

Advertisement

ভারতীয় টিম ম‌্যানেজমেন্টও চাইছে, সম্ভব হলে দ্রুত শামিকে (Mohammed Shami) অস্ট্রেলিয়ায় ভারতীয় স্কোয়াডের সঙ্গে জুড়ে দিতে। তবে তার আগে দু’টো জিনিস দেখতে চান জাতীয় নির্বাচকরা। প্রথমত, দ্বিতীয় ইনিংসেও সামি আঠারো-উনিশ ওভার বোলিং করেন কি না? দ্বিতীয়ত, খেলা শেষের দিন তিনেকের মধ‌্যে তাঁর হাঁটু নতুন করে ফলে ওঠে কি না?

এখানে লিখে রাখা যাক, জাতীয় ক্রিকেট সার্কিটকে চমকে দিয়ে নিজের প্রত‌্যাবর্তন মাহেন্দ্রক্ষণ এগিয়ে এনেছেন শামি। প্রথমে ঠিক ছিল যে, আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি। গত বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর আবার। কিন্তু হঠাৎই শেষ মুহূর্তে ঠিক করেন, বাংলার হয়ে রনজি ম‌্যাচে নামবেন। সেই মতো জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমির ট্রেনার নীতীন প‌্যাটেলকে নিয়ে তড়িঘড়ি চলে যান ইন্দোর। শামি কেমন করছেন দেখতে এক জাতীয় নির্বাচকও পৌঁছে যান ইন্দোর। শোনা গেল, শামি ক’টা উইকেট পেলেন বা পাবেন, সেটা তাঁর অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরার ক্ষেত্রে গুরুত্ব পাবে না। পাবে, তিনি দিনে কত ওভার করে বল করতে পারছেন। আর খেলা শেষে কোনও রকম অস্বস্তি তিনি টের পাচ্ছেন কি না। আগামী ৬ ডিসেম্বর থেকে অ‌্যাডিলেডে গোলাপি বলের টেস্ট। যদি সব ঠিকঠাক থাকে, তা হলে তার আগে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হতে পারে শামিকে। অ‌্যাডিলেড টেস্টে তিনি নেমেও পড়তে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement