Advertisement
Advertisement
Mohammad Rizwan

বিশ্বকাপ নয়, আসল লক্ষ্য ভারতকে হারানো! পুরনো মন্ত্রেই নিজেদের ফের তাতাচ্ছেন পাক তারকা

২০২১ সালে প্রথমবার বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল পাকিস্তান।

Mohammad Rizwan recalls Ramiz Raja's appeal to PAK in 2021 T-20 World Cup

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে এককাট্টা পাকিস্তান।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 3, 2024 4:39 pm
  • Updated:June 4, 2024 6:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়িয়েছে। ৯ জুন ভারত-পাক ম্যাচ (India vs Pakistan)। সেই ম্যাচের আগে মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) রিওয়াইন্ড মোডে। ফিরে যাচ্ছেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
সেবারই প্রথমবার আইসিসি বিশ্বকাপ খেলতে নামেন রিজওয়ান। ভারতের বিরুদ্ধেও প্রথম বার নেমেছিলেন পাক উইকেটকিপার। ভারতকে হারানোর প্রভাব পরবর্তীতে উপলব্ধি করেন রিজওয়ান। সেই অভিজ্ঞতা থেকে রিজওয়ান ভারতের বিরুদ্ধে নামার আগে নিজেকে তাতাচ্ছেন পুরনো ঘটনা স্মরণ করে। 

[আরও পড়ুন: শিকড় কলকাতায়, বিশের বিশ্বযুদ্ধে কানাডার পতাকা বাঙালি নিখিলের হাতে]

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা শেয়ার করে পাক উইকেট কিপার বলেন, ভারত ম্যাচের আগে রামিজ ভাই আমাদের বলেছিলেন, বিশ্বকাপ জেতো বা হারো, ভারতের বিরুদ্ধে হারলে চলবে না।
রামিজ রাজা নিজের অভিজ্ঞতা শেযার করে রিজওয়ানদের পরামর্শ দিয়েছিলেন, ”চাপ অনুভব করবে না। চাপ অনুভব করলে তা গ্রাস করতে শুরু করবে।”
সেবারের বিশ্বকাপের আগে পর্যন্ত ৫০ বা ২০ ওভারের বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পাকিস্তান ১০ উইকেটে হারায় ভারতকে।
রক্তের গতি বাড়ানো ম্যাচ জেতার পরে অন্য উপলব্ধি হয়েছিল রিজওয়ানের। পাকিস্তানে তাঁর প্রশংসা করা হত। যে দোকানে তিনি যেতেন, তাঁর থেকে পয়সা নেওয়া হতো না। কারও বাড়িতে গেলে গৃহস্থ বলতেন, ম্যাচটা তাঁরা প্রতিদিনই দেখেন। দুবাইয়ের সেই জয় রিজওয়ানকে বাস্তব শিক্ষা দিয়ে গিয়েছিল। রিজওয়ান এখন অভিজ্ঞ ক্রিকেটার। পাকিস্তানের অন্যতম ভরসা। সেই তিনিই পুরনো মন্ত্রে নিজেদের তাতাচ্ছেন ৯ জুনের ম্যাচের আগে। 

Advertisement

[আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচের পর প্র্যাকটিসেও নেই বিরাট, কারণ কী?]

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement