Advertisement
Advertisement
Mayank Yadav

নিজেই ভাঙলেন নিজের রেকর্ড, জাতীয় দলে ডাক পাওয়ার স্বপ্নে বুঁদ ‘গতিদানব’ ময়ঙ্ক

নিজের গতির রহস্য ফাঁস করলেন ময়ঙ্ক।

Mayank Yadav Breaks Own Record in IPL 2024

ফাইল চিত্র

Published by: Sulaya Singha
  • Posted:April 3, 2024 10:31 am
  • Updated:April 3, 2024 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের (IPL 2024) নয়া প্রাপ্তি ‘গতিদানব’ ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর বলের গতি বিস্মিত করেছিল ক্রিকেট মহলকে। আর মঙ্গলবার তাঁর গতিতেই উড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাত ঘুরিয়ে নিজেই নিজের রেকর্ড ভেঙে এবার জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন তরুণ পেসার।

পাঞ্জাবের বিরুদ্ধে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করে তাবড় তাবড় পেসারদেরও চমকে দিয়েছিলেন ময়ঙ্ক। আরসিবির (RCB) বিরুদ্ধে সেই মাইলস্টোনও টপকে গেলেন তিনি। প্রতি ঘণ্টায় ১৫৬.৭ কিমি গতিতে ছুটে এল তাঁর ডেলিভারি। যা চলতি আইপিএলের দ্রুততম ডেলিভারি। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত গতিতে নজর কেড়েছেন নানদ্রে বার্গার (১৫৩), জিরাল্ড কোয়েৎজি (১৫২.৩), আলজারি জোসেফ (১৫১.২) এবং মাথিসা পাথিরানা (১৫০.৯)। 

Advertisement

[আরও পড়ুন: আদৌ জোটের ভোট মিলবে? সিঁদুরে মেঘ দেখছে সিপিএম-কংগ্রেস]

মঙ্গল-রাতে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ময়ঙ্ক। প্য়াভিলিয়নে ফেরান আরসিবি ব্য়াটিং লাইন-আপের তিন স্তম্ভ গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং রজত পাটিদারকে। আর তাতেই জয়ের পথ সহজ হয়ে যায় কে এল রাহুলদের। প্রথম তারকা হিসেবে আইপিএলে অভিষেকের পরই পর পর দুটি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জয়ের নজির গড়লেন ময়ঙ্ক। 

আরসিবি বধের পর তরুণ তুর্কি বলে দেন, “দুটো ম্যাচ সেরার পুরস্কার জিতে দারুণ লাগছে। কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগছে দুটো ম্যাচই জিতেছি বলে। ভারতের হয়ে বেশি ম্যাচ খেলাই আমার জীবনের লক্ষ্য। তাই মনে হয়, এটা সবে শুরু। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।” এর পরই ফাঁস করেন নিজের গতির রহস্য। বলে দেন, “এই গতিতে বল করার ক্ষেত্রে বিভিন্ন দিকে নজর রাখতে হয়। ডায়েট, ঘুম, ট্রেনিং। জোরে বল করতে গেলে অনেক বিষয়ে পারফেক্ট হওয়া জরুরি। তাই নিজের ডায়েট আর ফিটনেসের দিকে বিশেষ নজর দিচ্ছি।”

[আরও পড়ুন: তীব্র দাবদাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাস! কবে ভিজবে বাংলা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement