সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নেদারল্যান্ডস। মাঠে ক্রিকেটের লড়াইয়ের মধ্যেই গ্যালারিতে মিষ্টি মুহূর্তের সাক্ষী থাকলেন ম্যাচের দর্শকরা। ম্যাচ চলাকালীনই প্রেমিকাকে নিজের মনের কথা খুলে বললেন এক যুবক। হাঁটু গেড়ে বসে নিজের ভালবাসার কথা জানালেন তিনি। সঙ্গে সঙ্গে যুবকের প্রস্তাবে রাজিও হয়ে যান তাঁর প্রেমিকা। দু’জনের হাসিমুখের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই এই মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
মন ছুঁয়ে যাওয়া ঘটনাটি ঘটে নেদারল্যান্ডস (India vs Netherlands) ইনিংসের সপ্তম ওভারে। হঠাৎই দেখা যায়, ভরা গ্যালারিতে হাঁটু গেড়ে বসেছেন এক যুবক। হাতে সুদৃশ্য একটি আংটি নিয়ে প্রেমিকার সামনে বসেছেন তিনি। সকলেই বুঝতে পারেন, প্রেমিকাকে প্রপোজ করতে চলেছেন তিনি। তবে ভরা গ্যালারিতে এহেন প্রস্তাবে খানিকটা হকচকিয়ে যান মেয়েটি। প্রাথমিক ঘোর কাটতেই প্রেমিকের প্রস্তাবে রাজি হয়ে যান তিনি।
প্রস্তাবে সম্মতি পেতেই প্রেমিকার হাতে আংটি পরিয়ে দেন ওই যুবক। ভালবেসে একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। আশেপাশের দর্শকরাও এই ঘটনা দেখে হাসতে থাকেন। তবে ক্রিকেটারদের কেউ এই ঘটনাটি খেয়াল করতে পারেননি।
#T20WorldCup live match, the boy proposed to the girl #ICCT20WorldCup2022#INDvsNED #LoveIsBlind pic.twitter.com/yJQR78y4Sz
— Danish Aftab (@danishaftab4246) October 27, 2022
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারত। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯ রান তোলে ভারত। হাফ সেঞ্চুরি করেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব সকলেই। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি করেন সূর্য। নিজের সোনালি ফর্ম ধরে রেখে ৬২ রানে অপরাজিত থাকেন বিরাট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.