Advertisement
Advertisement

Breaking News

KL Rahul

‘ডিফেন্স মিনিস্টার হোন’, লখনউ ম্যাচ জিততেই অধিনায়ক রাহুলের কাছে আজব দাবি ভক্তদের

রাহুলকে কটাক্ষ করতেই কি এমন আবদার?

LSG shares video asking KL Rahul to be Defence Minister

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 8, 2024 2:06 pm
  • Updated:April 8, 2024 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তিন ম্যাচে জয়। আইপিএলে ছুটছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। কম রান বোর্ডে থাকলেও প্রতিপক্ষকে সেই রান তোলার সুযোগই দিচ্ছে না কে এল রাহুলের (KL Rahul) দল। রবিবার মাত্র ১৬৩ রান তুলেও গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়েছে তারা। তার পরেই ভক্তদের দাবি, দেশের পরবর্তী ডিফেন্স মিনিস্টার হওয়া উচিত অধিনায়ক কে এল রাহুলের।

ঘরের মাঠ একানা স্টেডিয়ামে রবিবার খেলতে নেমেছিল লখনউ। প্রথমে ব্যাট করে মাত্র ১৬৩ রানেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। ওপেন করতে নেমে ৩৩ বল খেলে মাত্র ৩১ রান করেন অধিনায়ক। তার পর থেকেই নেটদুনিয়ায় ট্রোলের শিকার হয়েছেন রাহুল। প্রায় প্রত্যেক ম্যাচেই তাঁকে মন্থর ইনিংস খেলতে দেখা যাচ্ছে। চলতি আইপিএলে (IPL 2024) মোট ১২৬ রান করেছেন রাহুল, ১২৮ স্ট্রাইক রেট রেখে। একটি হাফসেঞ্চুরি করলেও একেবারেই আশাপ্রদ নয় তাঁর পারফরম্যান্স।

Advertisement

[আরও পড়ুন: ‘আই লিগ চ্যাম্পিয়ন দলটাকেই ধরে রাখতে চাই’, আইএসএলের পরিকল্পনায় আশাবাদী চেরনিশভ

তবে রাহুলের ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও আইপিএলে ভালো ছন্দে তাঁর দল। রবিবারও দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে লখনউ। আইপিএলের ইতিহাসে এই নিয়ে ১৩বার ১৬০ বা তার বেশি রান তুলে ম্যাচ জিতেছে তারা। গুজরাটকে হারানোর পরেই একটি ভিডিও প্রকাশ করা হয় লখনউ সুপার জায়ান্টসের সোশাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দলের এক সদস্য় এসে রাহুলকে বলছেন, “আপনার তো উচিত দেশের ডিফেন্স মিনিস্টার (প্রতিরক্ষা মন্ত্রী) হওয়া।” উত্তরে রাহুল বলেন, “তুমিও কি আমার স্ট্রাইক রেটকে কটাক্ষ করছ?” তবে সঙ্গে সঙ্গেই ওই ভক্তের জবাব, “আরে না না। তুমি ১৬০ রানও সফলভাবে ডিফেন্ড করতে পারো, সেই জন্য বলছি।” কিন্তু ভিডিও দেখে নেটদুনিয়ার প্রশ্ন, তাহলে কি নিজেদের অধিনায়ককেই ট্রোল করছে দল?

[আরও পড়ুন: ‘আমিই ম্যাচ জেতাব’, ময়ঙ্কের অনুপস্থিতি ভুলিয়ে নতুন রেকর্ড লখনউয়ের যশ ঠাকুরের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement