Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

‘আবার মাঠে নামুক শচীন-সৌরভের ওপেনিং জুটি’, সোনালি অতীতে ফিরতে চান মাহি

চলতি আইপিএলে তাঁর ব্যাটিং ফর্ম রীতিমতো চর্চার বিষয়।

'Let the opening pair of Sachin-Sourav take to the field again', MS Dhoni wants to return to the golden past

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 6, 2025 8:02 pm
  • Updated:April 6, 2025 10:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তাঁরা ছিলেন সতীর্থ। সেই তাঁরাই আবার একসঙ্গে মাঠে নামুক। সেটাই দেখতে চান প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শচীন-সৌরভ-শেহওয়াগদের সোনালি অতীতকে ছুঁয়ে দেখতে চাইলেন তিনি। 

সম্প্রতি একটি পডকাস্টে ধোনিকে জিজ্ঞাসা করা হয়েছিল, অতীতের কোন ক্রিকেটারদের একসঙ্গে আবার খেলতে দেখতে চান? উত্তরে ধোনি প্রাক্তন ভারতীয় সতীর্থদের কথা উল্লেখ করেন। আবারও বীরেন্দ্র শেহওয়াগ, শচীন তেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং যুবরাজ সিংকে একসঙ্গে মাঠে দেখতে চান তিনি।

Advertisement

রাজ শামানির পডকাস্টে ধোনি বলেন, “এভাবে কারওর নাম বেছে নেওয়া সহজ নয়। তবে চাইব বীরু নামুক। শচীন, দাদাও (সৌরভ) নামুক। তারা ওপেনার। শচীন, দাদা দু’জনেই ওপেন করেছে। তাঁদের জন্য ক্রিকেটপ্রেমীদের মনে আলাদাই আবেগ রয়েছে। মনে তারা তাঁদের সেরা সময়ে খেলছে। তাই তাদের সেরা সময়ে তারা আবার মাঠে নামলে এরচেয়ে সুন্দর কিছু হতেই পারে না। ক্রিকেট এমন একটি খেলা, যেখানে অনেক চড়াই-উতরাই থাকে। যেহেতু তাদের খেলা দেখে বড় হয়েছি সবাই, তাই এভাবে বেছে নেওয়া কঠিন।”

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ছ’বলে ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেন মাহি। তাঁর কথায়, “আমরা সবাই জানি যুবরাজ ছ’টা ছয় মেরেছিল। এরপর অন্য কাউকে কীভাবে বাছা যায়! প্রশ্ন হল, অন্য কাউকে বেছে নেব কেন? ভারতীয় ক্রিকেটে ওরা সবাই অবদান রেখেছে। বিশ্বের বহু প্রান্তে অনেক টুর্নামেন্ট জিতেছে।”

চলতি আইপিএলে তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে রীতিমতো চর্চা চলছে। এসবের মধ্যেই আলোচনায় এই পডকাস্ট। যেখানে সোনালি অতীতে ফিরে যেতে চাইলেন ধোনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement