Advertisement
Advertisement

Breaking News

IPL 2024

জলে গেল ‘কিং’ কোহলির ইনিংস, চিন্নাস্বামীতে ‘করল, লড়ল, জিতল’ KKR

২০১৫-র পর আর কখনও চিন্নাস্বামীতে হারেনি কেকেআর। আজও সেই ধারা বজায় রাখল গম্ভীর বাহিনী। বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর।

Kolkata Knight Riders beats Royal Challengers Bengaluru in Chinnaswamy

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:March 29, 2024 10:47 pm
  • Updated:March 29, 2024 11:18 pm  

রয়্যাল চ্যালেঞ্জার্স রেঙ্গালুরু: ১৮২/৬ (বিরাট কোহলি ৮৩*, ক্যামেরন গ্রিন ৩৩, আন্দ্রে রাসেল ২৯/২)

কলকাতা নাইট রাইডার্স: ১৮৬/৩ (সুনীল নারিন ৪৭, ভেঙ্কটেশ আইয়ার ৫০)

Advertisement

৭ উইকেটে জয়ী কেকেআর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়যাত্রা অব্যাহত রইল কেকেআরের (KKR)। পর পর দু ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় অনেকটাই উপরে উঠে এল নাইটরা। বিরাট কোহলির দুরন্ত ইনিংসেও হার মানতে হল বেঙ্গালুরুকে (RCB)। সুনীল নারিন আর ভেঙ্কটেশ আইয়ারের দাপটে এ দিন চিন্নাস্বামীতে ফ্যাফ ডু প্লেসিসের বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারাল নাইটরা।

টসে জিতে এ দিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু ‘কিং’ কোহলি ব্যাট হাতে দাঁড়িয়ে গেলে যে কোনও দলের কাছেই চিন্তার বিষয়। এ দিনও তাই ঘটল। বেঙ্গালুরুর ছোটো মাঠে চার-ছয়ের বন্যা ছোটালেন কোহলি। ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। মারলেন ৪টি ছয় ও ৪টি চার। কিন্তু প্রথম দিকে ক্যামেরন গ্রিন (৩৩) ছাড়া কোনও বেঙ্গালুরু ব্যাটারই তাঁর পাশে দাঁড়াতে পারলেন না। ফ্যাফ ডু প্লেসিস (৮), রজত পাতিদার (৩), অনুজ রাওয়াত (৩) প্রত্যেকেই ব্যর্থ। শেষ দিকে দীনেশ কার্তিকের ৮ বলে ২০ ঝোড়ো ইনিংসে বেঙ্গালুরু তোলে ১৮২ রান।

[আরও পড়ুন: নিন্দুকদের মুখে ছাই! দূরত্ব মুছে একে-অপরকে জড়িয়ে ধরলেন বিরাট-গম্ভীর]

ব্যাট করতে নেমে বিধ্বংসী শুরু করেন ফিল সল্ট (৩০) আর সুনীল নারিন (৪৭)। মহম্মদ সিরাজের প্রথম ওভারেই ১৮ রান নিলেন সল্ট। সেখানেই ম্যাচের ভবিষ্যৎ লেখা হয়ে গেল। তার পরই শুরু হল নারিনের বিস্ফোরক ইনিংস। এ বার ফের তাঁকে ওপেনিংয়ে ফিরিয়ে এনেছে কেকেআর। তার সুফলও পেল এ দিন। ২২ বলে ৪৭ রানের ইনিংসে ৫টি ছয় মারলেন। সেখানে চারের সংখ্যা মাত্র ২। বাকি কাজ শেষ করার দায়িত্ব ছিল দুই আইয়ারের। সেই কাজে সম্পূর্ণ সফল শ্রেয়স (৩৯) ও ভেঙ্কটেশ (৫০)। মেন্টর গম্ভীরের মতো নাইট দলও আগ্রাসী মেজাজে ম্যাচ জিতে নিল।

[আরও পড়ুন: ভুলেই গেলেন প্রথম একাদশ! বেঙ্গালুরুতে টসে জিতে এ কী করলেন নাইট অধিনায়ক!]

বেঙ্গালুরুর মাঠে নাইটদের ইতিহাস খুবই ভালো। এর আগে ৩২টি ম্যাচে জিতেছে ১৮টি। ২০১৫-র পরে চিন্নাস্বামীতে কখনও হারেনি নাইটরা। আজও সেই ধারা বজায় রাখল গম্ভীর বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement