Advertisement
Advertisement

Breaking News

KL Rahul

পারথে অনুশীলনে দুদিনে আহত দুই ব্যাটার, চোট বিরাটেরও! টেস্টের আগে বিপাকে ভারত

২২ নভেম্বর থেকে পারথের অপ্টাস স্টেডিয়ামে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি।

KL Rahul injured during India practice at Perth
Published by: Anwesha Adhikary
  • Posted:November 15, 2024 11:53 am
  • Updated:November 15, 2024 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্ট শুরুর আগেই কার্যত ‘পঙ্গু’ হয়ে পড়ছে টিম ইন্ডিয়া। অনুশীলন করতে গিয়ে চোট পাচ্ছেন একের পর এক ব্যাটার। বৃহস্পতিবার আঘাত লেগেছিল সরফরাজ খানের। শুক্রবার চোট পেলেন কে এল রাহুল। উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে রোহিত শর্মা যদি একান্তই খেলতে না পারেন তাহলে রাহুলের ওপেন করার সম্ভাবনা প্রবল। কিন্তু টেস্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগেই চোট পেলেন রাহুল।

সূত্রের খবর, শুক্রবার ম্যাচ সিমুলেশনে নেমেছিল টিম ইন্ডিয়া। ব্যাট করছিলেন রাহুল। হঠাৎই একটি শর্ট বল লাফিয়ে উঠে আছড়ে পড়ে রাহুলের ডান কনুইয়ে। ব্যাটিং থামিয়ে মাঠেই তাঁর শুশ্রুষা করাতে হয়। ফিজিওর থেকে খানিক শুশ্রুষার পরেও ব্যাট করতে চেষ্টা করেন রাহুল। কিন্তু পরে মাঠ ছাড়তে বাধ্য হন। যদিও ভারতীয় শিবিরের মতে, আপাতত রাহুল সুস্থ রয়েছেন। তাঁর চোট নিয়ে উদ্বেগের কিছু নেই।

Advertisement

প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে পারথের অপ্টাস স্টেডিয়ামে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। অপ্টাস স্টেডিয়ামের পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন‌্য ওয়াকাকেই ট্রেনিং গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে ভারত। কারণ, সে মাঠের গতি-বাউন্সের সঙ্গে প্রভূত মিল রয়েছে অপ্টাস স্টেডিয়ামের। সঙ্গে স্থানীয় পারথ ক্লাব থেকে গতিশীল তরুণ পেসারদের আনা হয়েছে নেট বোলার হিসেবে। বৃহস্পতিবার সেখানেই নেটে ব‌্যাটিং করার সময় কনুইয়ে চোট পেয়েছিলেন ভারতের মিডল অর্ডার ব‌্যাটার সরফরাজ খান। ডান কনুইয়ে চোট পাওয়ার পর আর নেটে ব‌্যাট করেননি তিনি। মাঠ ছেড়ে বেরিয়ে যান। অন্যদিকে অজি সংবাদমাধ্যমগুলোর দাবি, বৃহস্পতিবার নাকি স্ক্যান করাতে গিয়েছিলেন বিরাট কোহলি। তবে তাঁর কী ধরনের চোট রয়েছে, সেই নিয়ে বিশদে কিছু জানা যায়নি। 

পরপর দুদিন দুই ক্রিকেটারের চোটে কার্যত পঙ্গু হতে বসেছে টিম ইন্ডিয়া। কারণ রাহুল এবং সরফরাজ দুজনেই প্রথম টেস্টের দলে কার্যত নিশ্চিত ছিলেন। রোহিত না খেললে রাহুল ওপেন করবেন এবং মিডল অর্ডারে খেলানো হবে সরফরাজকে, এমনটাই পরিকল্পনা ছিল টিম ম্যানেজেমেন্টের। পারথ টেস্টে দুজনের কেউই যদি না খেলেন তাহলে টেস্ট অভিষেক হতে পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণের। দলে সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেলও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement