সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর বদলালেও আবহাওয়ার বদল ঘটল না। গত ম্যাচে বৃষ্টির কারণে ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি নাইট বাহিনী। পিছিয়ে গিয়েছিল টস। সোমবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও ঘটল একই ঘটনা। খারাপ আবহাওয়ার জন্য সন্ধে ৭টায় হল না টস।
চলতি আইপিএলে এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে কলকাতা (KKR)। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের ঝুলিতে। ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গিয়েছে গম্ভীরের দল। এবার লড়াই শীর্ষস্থান ধরে রাখার। উলটোদিকের দল আবার পর পর তিন ম্যাচ হেরে রীতিমতো বিধ্বস্ত। ১২ ম্যাচে ১০ পয়েন্টে অষ্টম স্থানে শুভমান গিলরা। ফলে এবারের মতো তাদের প্লে অফের আশা শেষ। তাই গিলদের কাছে আজকের লড়াই রীতিমতো ‘প্রেস্টিজ ইস্যু’। কিন্তু সে ম্যাচেই বাদ সাধল বৃষ্টি।
বিকেল থেকেই আহমেদাবাদের আকাশ অন্ধকার করে আসে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয় একাধিক জায়গায়। আর সেই কারণেই ঢেকে দিতে হয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
🚨 Update 🚨
The covers are still on in Ahmedabad causing a delay in the toss 😞
Stay tuned for further updates
Follow the Match ▶️ https://t.co/8kHW1lKneo#TATAIPL | #GTvKKR pic.twitter.com/oXiMOc5g03
— IndianPremierLeague (@IPL) May 13, 2024
কলকাতায় ম্যাচ শুরু হয়েছিল রাত ৯.১৫ মিনিট নাগাদ। ওভার কমে হয়েছিল ১৬। এদিন তেমনই পরিস্থিতি তৈরি হয় নাকি, আরও আগে ম্যাচ শুরু করা সম্ভব হয়, সেই উত্তরই খুঁজছেন দর্শকরা। আবার আদৌ মাঠে বল গড়াবে কি না, তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.