Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

গলি থেকে রাজপথ! স্ট্রিট প্রিমিয়ার লিগের নতুন তারকাকে দলে নিল কেকেআর

কেকেআরের তারকা বৈভব আরোরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

KKR signs ISPL star Abhishek Dalhor as net bowler for IPL 2025
Published by: Anwesha Adhikary
  • Posted:April 9, 2025 11:46 pm
  • Updated:April 9, 2025 11:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন গলি থেকে রাজপথে উত্থান! ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের তারকাকে এবার দলে নিল কেকেআর। নাইটদের নেট বোলার হিসাবে দলের সঙ্গে থাকবেন আইএসপিএলের অন্যতম সেরা তারকা অভিষেক কুমার দালোর। এমন সুযোগ পেয়ে তিনি স্বভাবতই আপ্লুত।

আইএসপিএলে মাঝি মুম্বইয়ের হয়ে খেলেন অভিষেক, যে দলের মালিক অমিতাভ বচ্চন। তবে অভিষেকের বেড়ে ওঠা হরিয়ানার অলিগলিতে ক্রিকেট খেলে। সেখান থেকেই আইএসপিএলে সুযোগ মেলে অম্বালার ভূমিপুত্র অভিষেকের। তিনিই আইএসপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। প্রথম মরশুমে ৩২৪ রান এবং ৩৩ উইকেট ছিল তাঁর নামের পাশে। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছিলেন। দ্বিতীয় মরশুমে সেরা বোলার হন অভিষেক। তাঁর হাত ধরে খেতাবও জেতে মাঝি মুম্বই।

Advertisement

কেবল আইএসপিএল নয়, আরও বেশ কিছু টুর্নামেন্টে খেলেছেন অভিষেক। এবার সেখান থেকে সোজা নেমে পড়বেন আইপিএলে। তবে কেকেআরের জার্সিতে নয়, নাইট শিবিরে নেট বোলার হিসাবে দেখা যাবে তাঁকে। অজিঙ্ক রাহানে থেকে রিঙ্কু সিং, একঝাঁক তারকার সামনে বল করতে দেখা যাবে অভিষেককে। এমন সুযোগ পেয়ে আপ্লুত তিনি। কেকেআরের তারকা বৈভব আরোরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। অভিষেকের এমন সাফল্যে অনেকের আবার মনে পড়ে যাচ্ছে বরুণ চক্রবর্তীর কথা। নেট বোলার হিসাবে কেকেআরে এসেছিলেন তিনিও। তবে আজ কেবল কেকেআর নয়, ভারতীয় দলেরও সম্পদ হয়ে উঠেছেন বরুণ।

উল্লেখ্য, অম্বালার অতি সাধারণ পরিবারের সন্তান এই অভিষেক। টেনিস বলে খেলেই তাঁর ক্রিকেটে হাতেখড়ি। গলি ক্রিকেট খেলতে খেলতেই সারা দেশে টেনিস বলের টুর্নামেন্টে নামতেন। ধারাবাহিকভাবে ভালো গতিতে বল করতেন। সেখান থেকেই সুযোগ মেলে আইএসপিএলে। বেশ পরিচিত হয়ে ওঠেন মাঝি মুম্বইয়ের তারকা। তবে এবার স্ট্রিট লিগের পালা শেষ, অভিষেকের যাত্রা শুরু আইপিএলে। সোনালি-বেগুনি জার্সি গায়ে কি মাঠেও নেমে পড়বেন এ নতুন তারকা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement