সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাখাপত্তনমে ক্যারিবিয়ান ক্যালিপসো। সুনীল নারিন (Sunil Narine) আর আন্দ্রে রাসেলের (Andre Russell) দাপটে আইপিএলে নিজেদের সেরা স্কোর খাড়া করল কেকেআর। নজর কাড়লেন তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশীও। ২০১৮ সালে পাঞ্জাবের বিরুদ্ধে ২৪৫ রান করেছিল কেকেআর (KKR)। এদিন সেই নজির ভেঙে দিল নাইট ব্রিগেড। ২৭২ রানে শেষ হল ইনিংস। আইপিএলের (IPL 2024) ইতিহাসে সবচেয়ে বেশি রান করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর।
এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ওভারে মাত্র তিন রান তোলেন দুই ওপেনার নারিন ও ফিল সল্ট। ম্যাচের দ্বিতীয় ওভারে ইশান্ত শর্মা বল করতে এলেই একবারে পালটে যায় কেকেআর ব্যাটিংয়ের ছবিটা। বিশাখাপত্তনমে আছড়ে পড়ে নারিন ঝড়। তাঁর দাপটে পাওয়ার প্লেতেই ৮০ রানের গণ্ডি পেরিয়ে যায় কেকেআর। ৮৫ রান করে আউট হন নারিন। আইপিএলে এটাই তাঁর সর্বোচ্চ রান।
নারিন ফিরতে কেকেআর ব্যাটিংয়ের হাল ধরেন তরুণ অঙ্গকৃষ। অর্ধশতরান হাঁকান তিনি। সঙ্গে ছিল রাসেল ঝড়ও। ২০০র উপরে স্ট্রাইক রেট রেখে ব্যাট করেন দুজনে। মাত্র ৮ বলে ২৬ রান আসে রিঙ্কুর ব্যাট থেকেও। ইনিংসের দুই ওভার বাকি থাকতেই আইপিএলে নিজেদের সেরা রান টপকে যায় নাইট বাহিনী।
তাহলে কি আইপিএলের ইতিহাসে সর্বকালে সর্বোচ্চ রানের নজিরও কি ভেঙে ফেলবেন রিঙ্কু সিংরা? নাইট ভক্তদের মনে তখন উজ্জ্বল হচ্ছে আশার প্রদীপ। তবে সর্বোচ্চ স্কোর থেকে মাত্র ৪ রান দূরে থামল কেকেআর। শেষ ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে নাইটদের আশায় জল ঢেলে দিলেন ইশান্ত। দিল্লিকে ২৭৩ রানের টার্গেট দিল কেকেআর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.